দেশ

সমন্বয়ের অভাবেই ভরাডুবি, দাবি কংগ্রেস নেতার, মানছেন না শারদ

মুম্বই: মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ির (এমভিএ) পরাজয়ের পর কোন্দল প্রকাশ্যে। কেন এমন হার বুঝতেই পারছে না বিরোধী নেতৃত্ব। হারের জন্য পারস্পরিক সমন্বয়ের অভাবকেইযেমন  দায়ী করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জি পরমেম্বর। তাঁর দলেরই সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলছেন, কেন হার তা বিশ্লেষণ করতে হবে। কোনও সাবোতাজের কথা এখনই বলা যাচ্ছে না। এনসিপি (শারদ) প্রধান শারদ পাওয়াওে বলেছেন, সমন্বয়ের অভাব ছিল না। তবে কেন হার সেটা খতিয়ে দেখতে হবে।
রবিবার কর্ণাটকের মন্ত্রী তথা মহারাষ্ট্রে কংগ্রেসের নির্বাচনী ইনচার্জ পরমেশ্বর অভিযোগ করেন, ভোটের জন্য উদ্ধব থ্যাকারে এবং শারদ পাওয়ার গোষ্ঠী যে রণকৌশল তৈরি করেছিল, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। দলগুলি পরিকল্পনা মতো প্রচারে নামেনি। এছাড়া একে অপরকে সাহায্যও করেনি। তাঁর অভিযোগ, আমরা বহু আসনে একসঙ্গে কাজ করতে ব্যর্থ হয়েছি। জোটধর্ম মেনে উচিত ছিল, একে অপরের প্রার্থীর সমর্থনে প্রচার করা। কিন্তু সেটা হয়নি বলেই অন্তত ৪৯টি আসনে হারতে হয়েছে এমভিএ প্রার্থীদের। পরমেশ্বর বলেন, গত ৬ মাস ধরে যখন প্রচার চালাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোট। সেখানে আমরা কার্যত নিশ্চুপ ছিলাম। 
এআইসিসির সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল বলেন, আমরা এরকম ফলাফলের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। পরাজয় শুধু কংগ্রেসের নয়, জোটেরও। শারদ পাওয়ার, উদ্ধবের শক্তিশালী ঘাঁটিতেও জোট হেরেছে। হারের কারণ বিশ্লেষণ করে দেখা হবে। অন্তর্ঘাতের তত্ত্ব অবশ্য উড়িয়ে দিয়েছেন তিনি। 
শারদ পাওয়ার বলেছেন, ভোট পর্বে আমি নিজেই বহু জেলা ঘুরেছি। সেখানে তিন দলেরই যৌথ প্রয়াস লক্ষ্য করেছি। কিন্তু ভোটের ফল আশানুরূপ হয়নি। তাই সমন্বয়ের অভাব ছিল এটা বলা যাবে না। হারের প্রাথমিক কারণ হিসেবে অর্থবল ও মেরুকরণকেই দায়ী করেছেন বর্ষীয়ান নেতা। ইভিএম কারচুপির অভিযোগ তোলেননি শারদ।
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা