দেশ

এনকাউন্টারে খতম দিল্লিতে  পুলিস কনস্টেবল খুনে অভিযুক্ত

নয়াদিল্লি: পুলিস কনস্টেবল কিরণ পালকে ছুরি মেরে খুন। এই ঘটনায় পুলিসের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল এক অভিযুক্তর। শনিবার রাতে দক্ষিণ দিল্লির সঙ্গম বিহার এলাকায় গুলির লড়াইয়ে মারা যায় রাঘব নামে অভিযুক্ত। গত শুক্রবার রাতে গোবিন্দপুরী এলাকায় মোটর সাইকেলে করে টহল দিচ্ছেলেন ২৮ বছরের কনস্টেবল কিরণ পাল। ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি স্কুটারের তিন আরোহীকে দেখে সন্দেহ হয় তাঁর। স্কুটার থামতে বলেন কিরণ। কিন্তু আরোহীরা সেকথা শোনেনি। উল্টে কিরণকে লক্ষ্য করে পাথর ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে তারা। কিন্তু কনস্টেবল কিরণ স্কুটারটিকে ধরে ফেলে চাবি কেড়ে নেন। তা নিয়ে আরোহীদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। এরই মাঝে এক স্কুটার আরোহী কিরণকে এলোপাথাড়ি ছুরি দিয়ে কোপাতে থাকে। ওই অবস্থায় কিরণকে দেখে নিকটবর্তী পুলিস বুথ থেকে ছুটে আসেন সহকর্মীরা। এরইমধ্যে চম্পট দেয় বাইক আরোহীরা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় উত্তরপ্রদেশের বুলন্দ শহরের বাসিন্দা ওই পুলিস কনস্টেবলকে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় শনিবারই পুলিস গ্রেপ্তার করে দীপক ম্যাক্স (২০) ও কৃষ গুপ্ত নামে দুই অভিযুক্তকে। এরপর রাতে তৃতীয় অভিযুক্ত রাঘবকে ধরতে সঙ্গম বিহারে হাজির হয় পুলিসের টিম। তাকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু পুলিসকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে রাঘব। পুলিসের পাল্টা গুলিতে মৃত্যু হয় তার।  
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা