দেশ

এএসআইকে রত্ন ভাণ্ডারের মেরামতির অনুরোধ জানাল পুরীর মন্দির কর্তৃপক্ষ  

ভুবনেশ্বর: ৪৬ বছর পর গত জুলাই মাসে ফের খোলা হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরের ‘রত্ন ভাণ্ডারে’র দরজা। সোনা-দানা সহ মূল্যবান সামগ্রী সরানোর সময় দেওয়ালে ফাটল ধরা পড়ে। তখনই রত্ন ভাণ্ডারের স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ (এএসআই)কে অনুরোধ করে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন (এসজেটিএ)। সেইমতো রত্ন ভাণ্ডারের স্বাস্থ্যপরীক্ষা করে দেখে এএসআই। এই কাজে তাদের সহায়তা করেছে হায়দরাবাদের ন্যাশনাল জিওফিজিকাল রিসার্চ ইনস্টিটিউট (এনজিআরআই)। সম্প্রতি এব্যাপারে রিপোর্ট জমা পড়েছে। এরপরই এএসআইকে রত্ন ভাণ্ডারের মেরামতির দায়িত্ব দিল মন্দির কর্তৃপক্ষ। এসজেটিএ-র মুখ্য প্রশাসক অরবিন্দ পাধি বলেন, ‘যত দ্রুত সম্ভব এই মেরামতির কাজ শুরু করতে আমরা এএসআইকে অনুরোধ করেছি।’ 
সূত্রের খবর, ৪৫ পাতার রিপোর্টে রত্ন ভাণ্ডারের দেওয়াল এবং মেঝের পুঙ্খানুপুঙ্খ অবস্থা তুলে ধরা হয়েছে। অরবিন্দ পাধি বলেন, মেরামতি নিয়ে পরিকল্পনা রিপোর্ট এএএসআইকে জমা দিতে বলেছি। সেই রিপোর্ট হাতে পেলে মন্দিরের ম্যানেজমেন্ট আলোচনা করবে। মেরামতির কাজ চলার সময় যাতে দর্শন ও অন্যান্য ধর্মীয় প্রথায় ব্যাঘাত না ঘটে, সেই বিষয়টি দেখতে অনুরোধ করা হয়েছে। রত্ন ভাণ্ডারের স্বাস্থ্য পরীক্ষা করতে লেজার স্ক্যানিং প্রযুক্তি, গ্রাউন্ড র‌্যাডার সার্ভের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। পাধি জানিয়েছেন, মেরামতির পর নির্দিষ্ট পদ্ধতি মেনে রত্নরাজিকে আবার রত্নভাণ্ডারে ফিরিয়ে আনা হবে। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৪.৪৮ টাকা১০৮.২০ টাকা
ইউরো৮৬.৮২ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা