বিনোদন

সুযোগ পেয়ে অবাক সিদ্ধান্ত

‘জুবিলি’ ওয়েব সিরিজের ‘জয় খান্না’। দর্শকদের মনে অভিনেতা সিদ্ধান্ত গুপ্তার পরিচয় এখন এটাই। এতটাই জনপ্রিয় হয়েছিল তাঁর চরিত্র। গত বছর ‘জুবিলি’ মুক্তি পাওয়ার পর সিদ্ধান্তর কেরিয়ার অন্যদিকে বাঁক নিয়েছে। সোনিলিভ-এ কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ সিরিজ। সেখানে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধান্ত। সেই সুযোগ পেয়ে কৃতজ্ঞ সিদ্ধান্ত বলেন, ‘নিখিল স্যার (আদবানি, পরিচালক) ‘জুবিলি’তে আমার অভিনয় দেখে এই সিরিজের জন্য আমাকে বেছে নিয়েছিলেন। আমি যখন ওঁর সঙ্গে দেখা করি, তখন এই সিরিজের শ্যুটিং শুরু হয়ে গিয়েছিল। নিখিল স্যার বলেন আমার মধ্যে নাকি ‘জওহরলাল নেহেরু’কে দেখতে পেয়েছেন। আমি খুব অবাক হয়েছিলাম। কিন্তু এত বড় সুযোগ হাতছাড়া করতে চাইনি। এরপর আমি জওহরলাল নেহেরু সম্বন্ধে পড়াশোনা শুরু করি।’
সিদ্ধান্তের কাছে গল্প সবথেকে গুরুত্বপূর্ণ। তারপর নিজের চরিত্রের কথা ভাবেন তিনি। অভিনেতার কথায়, ‘কোনও নতুন চরিত্র শোনার পর সম্পূর্ণ অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখি। তার মধ্যেও সেই চরিত্র যদি ভাবনায় আসে, তখনই সেটা করি।’ ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে ধীরে ধীরে বলিউডে নিজের জমি পাকাপোক্ত করছেন সিদ্ধান্ত। কিন্তু একে তিনি স্ট্রাগল বলতে নারাজ। সিদ্ধান্তের মতে, ‘আমার মনে হয় বলিউডে যিনি জন্মেছেন, তাঁকেও স্ট্রাগল করতে হয়। জীবন সহজ নয়। স্ট্রাগল প্রত্যেকের জীবনে রয়েছে। তার ধরনটা হয়তো আলাদা। আমি ক্রমাগত ভালো অভিনেতা হওয়ার চেষ্টা করেছি। আর মানুষ যখন কোনও কিছু করার পিছনে কারণ খুঁজে পান, তখন সেটা স্ট্রাগল বলে মনে হয় না।’ কোনও ভয় কি গ্রাস করে আপনাকে? সামান্য থমকে সিদ্ধান্ত জবাব দিলেন, ‘চুপ করে বসে থাকাটা আমার জন্য ভয়ের। আমি শুধু কাজ করে যেতে চাই।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই
12d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা