বিনোদন

অভিনেতাদের শিক্ষিত হওয়াটা জরুরি: নীলাঙ্কুর

একলব্যকে চেনেন? মহাভারতের পরম গুরুভক্ত একলব্য নন। স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকে পাইলট চরিত্রে ধরা দেন এই একলব্য। মহাকাব্যের মতো সিরিয়ালেও কি একলব্যকে আনুগত্যের পরীক্ষায় বসতে হবে? প্রশ্ন শুনেই হেসে ফেললেন চরিত্রাভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়। ‘না। আঙুল কাটার ব্যাপার এখানে নেই। মায়ের স্কুলের এক ছাত্রী তীরন্দাজ হওয়ার স্বপ্ন নিয়ে শহরে এসেছে। আমাদের বাড়িতেই বসবাস। একলব্যও মায়ের কন্যাসম ছাত্রীটির ইচ্ছাপূরণের অংশীদার। ঘটনাচক্রে রাঙামতির সঙ্গে বিয়ে হয় একলব্যর’, হাসি সামলে ধারাবাহিকের গল্প বলছিলেন অভিনেতা। 
নীলাঙ্কুরের ঝুলিতে এখনও পর্যন্ত মোট পাঁচটি মেগা। তার মধ্যে তিনটিতে তাঁকে দেখা গিয়েছে মুখ্য ভূমিকায়। সম্পূর্ণ ভিন্ন চরিত্র তিনটিই। বললেন, ‘আমি সৌভাগ্যবান তিন ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি।’ এই সুযোগ অবশ্য সহজে আসেনি। অডিশন, তারপর মনোনয়ন। একের পর এক ধাপ পেরিয়েছেন তিনি। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেছেন। একসময় ‘রাম কৃষ্ণা’র জন্য ওজন বাড়িয়েছিলেন। আবার এখন ‘রাঙামতি তীরন্দাজ’-এ দশ কিলো ওজন কমিয়েছেন। ‘আমি দেখেছি কম বয়সি পাইলটদের শরীরের গঠন ও ভাষাটা বিরাট ফ্যাক্টর।’ 
অভিনয় জীবনে আরও একটি ‘ফ্যাক্টর’কে অগ্রাধিকার দিতে চান নীলাঙ্কুর। সেটা প্রথাগত শিক্ষা। অভিনেতা-অভিনেত্রীদের শিক্ষিত হওয়াটা অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি। ‘তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনাটা অনেকক্ষেত্রে আমার অভিনয়ের সাহায্য করে। চরিত্রে নিজস্ব ইনপুট যোগ করতে, রেফারেন্স হিসেবে কাজে লাগে’, বললেন তিনি। ইদানীং একের পর এক ধারাবাহিকে অভিনয় করছেন নীলাঙ্কুর। কিন্তু সিনেমা দিয়েই তাঁর অভিনয়ে হাতেখড়ি। দেবায়ুশ চৌধুরীর পরিচালনায় একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সেখানেই সান্নিধ্য পেয়েছিলেন কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ‘আমি দেখতাম, কলটাইমের পনেরো মিনিট আগে ঢুকতেন সৌমিত্রবাবু। একজন অভিনেতা টেকনিক্যালি পারফেক্ট হলে শটের মধ্যে কী কী করতে পারেন, দু’-তিনদিন আমি সেগুলো যতটা পেরেছিলাম, শেখার চেষ্টা করেছিলাম। ওই কয়েক ঘণ্টার স্মৃতি, শিক্ষা আমার আজীবনের পাথেয় হয়ে থাকবে,’ নীলাঙ্কুরের দৃষ্টিতে একলব্যর একাগ্রতা। 
প্রিয়ব্রত দত্ত
4h 4m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা