কলকাতা

শাস্তি দিতেই খুন স্বর্ণাভকে! মূল অভিযুক্ত ঠাকুরদা, সহযোগী ঠাকুমা ও জেঠিমা

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ছোটবউমাকে পছন্দ করতেন না শ্বশুর। তেমনই ‘দু’চোখের বিষ’ ছিল নাতি। শনিবার সকালে ঘরে এসে সেই নাতিই, ঠাকুমার কাছে খাবার চেয়ে অনবরত জেদ করছিল। এমনকী, ঠাকুর্দার হকারির জিনিসপত্র নিয়েও টানাটানি করছিল শিশুটি। তাতেই খেপে ওঠেন ঠাকুর্দা শম্ভু সাহা। তারপরই নাতিকে শাস্তি দিতে মুখ চেপে ধরেন প্রৌঢ়। তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট স্বর্ণাভ। পরে স্ত্রী চায়না ও প্রিয় বড়বউমা টুম্পাকে সঙ্গে নিয়ে মৃতদেহ লুকিয়ে রাখেন গুপ্তিপাড়ার বাদাগাছির ‘বদমেজাজি’ শম্ভু। সুযোগ বুঝে নিজেই সেটি তিনিই ফেলে আসেন শৌচাগারে। 
গুপ্তিপাড়ার বাদাগাছির ছোট্ট স্বর্ণাভ খুনের রহস্য ভেদ করতে গিয়ে এমনই তথ্য পেয়েছে পুলিস। তবে শম্ভু সাহার গোঁয়ার মানসিকতা এবং ছোট্ট নাতিকে হত্যার পরেও তাঁর নির্বিকার ভঙ্গিমায় রীতিমতো চমকে গিয়েছেন তদন্তকারীরা। শম্ভুর স্ত্রী চায়না এবং বড়বউমা টুম্পাও তদন্তে সাহায্য করছেন না বলে পুলিস সূত্রে অভিযোগ পাওয়া গিয়েছে। স্বর্ণাভ খুনের মামলায় ধৃত ওই তিনজনকে সোমবার চুঁচুড়া আদালতে তোলা হয়। বিচারক তিনজনকেই পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। 
পুলিস জানিয়েছে, তিনজনকে পৃথকভাবে জেরাসহ গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হবে। তদন্তকারীদের দাবি, শম্ভু যেমন বদমেজাজি তেমনই জেদি। পাশাপাশি, নাতিকে তিনি পছন্দই করতেন না। পুলিসের কাছে শম্ভুর দাবি, খুনের কোনও পূর্বপরিকল্পনা ছিল না তাঁর। তাৎক্ষণিক রাগ ও বিদ্বেষ থেকেই খুনের ঘটনাটি ঘটে গিয়েছে। 
এদিকে, ছোট্ট শিশুর খুনের পিছনে ঠাকুর্দা, ঠাকুমা ও জেঠিমার হাত থাকার ঘটনা প্রকাশ্যে আসতেই বাদাগাছির বাসিন্দারা স্তম্ভিত। হতবাক মৃত শিশুর বাবা যাদবও। তিনি বলেন, আমার বউয়ের উপর বাবা-মায়ের ক্ষোভ ছিল। কিন্তু আমাদের নিরপরাধ শিশুসন্তান কী দোষ করেছিল? বাক্য হারিয়েছেন সন্তানহারা মা সুপ্রিয়াও। স্বর্ণাভ নিখোঁজের কথা চাউর হতেই ওই এলাকায় বস্তুত পড়েই ছিলেন গুপ্তিপাড়া-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান বিশ্বজিৎ নাগ। তিনি বলেন, বাদাগাছিতে পারিবারিক হত্যার ইতিহাস আছে। কাকার অবৈধ সম্পর্ক জেনে ফেলায়, কয়েকবছর আগে ছোট্ট ভাইঝিকে খুন হতে হয়েছিল এখানে। তাই শনিবার পুলিসকে বারবারই বলেছিলাম, পরিবারের অন্য সদস্যদের ঘরও তল্লাশি করতে। সময়মতো সেটা করলে শিশুটি হয়তো বেঁচে যেত। 
হুগলি গ্রামীণ পুলিস জানিয়েছে, শিশু খুনের ঘটনায় সমস্ত দৃষ্টিকোণ থেকেই তদন্ত চলছে। এক পুলিস কর্তা বলেন, শম্ভুর আচরণই বলে দিচ্ছে তিনি নৃশংস চরিত্রের মানুষ। নিজের নিষ্পাপ নাতিকে খুন করেও তাঁর আচরণে কোনও বিকার নেই! প্রসঙ্গত, বাদাগাছির চারবছরের ছেলে স্বর্ণাভ শনিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। রবিবার ভোরে বাড়িরই শৌচাগারে পাওয়া যায় তার লাশ! তারপরেই মৃতের ঠাকুর্দা, ঠাকুমা ও জেঠিমাকে গ্রেপ্তার করে পুলিস।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৪.৪৮ টাকা১০৮.২০ টাকা
ইউরো৮৬.৮২ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা