কলকাতা

স্কুলে পরিচালন কমিটির সেক্রেটারির মারে জখম পড়ুয়া, ভর্তি হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বন্ধুর সঙ্গে ঝগড়া করার অপরাধে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্কুলের পরিচালন কমিটির সেক্রেটারির বিরুদ্ধে। এমনকী, স্কুলের তরফে টাকা দিয়ে বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে হাওড়ার টিকিয়াপাড়ার একটি স্কুলে। নাকে গুরুতর চোট ও ট্রমা নিয়ে মহম্মদ আলি রাজা নামের সপ্তম শ্রেণির ওই পড়ুয়া বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি। পড়ুয়ার পরিবারের তরফে স্কুলের সেক্রেটারি শাহজাদা সেলিমের বিরুদ্ধে হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার সংবাদমাধ্যমের কাছে বিষয়টি সামনে আনে পরিবার। টিকিয়াপাড়ার সৈয়দ আহমেদ হাইস্কুল মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত উর্দু মাধ্যমের একটি স্কুল। জানা গিয়েছে, গত শুক্রবার স্কুলে সপ্তম শ্রেণির মৌখিক পরীক্ষা ছিল। টিকিয়াপাড়ার বাসিন্দা মহম্মদ আলি রাজা অন্যান্য দিনের মতো সকাল ৮টা নাগাদ স্কুলে যায়। বেলা ১১টা নাগাদ স্কুল থেকে পরিবারের কাছে ফোন আসে। পরিবারের দাবি, ফোনে বলা হয়, তাঁদের সন্তান স্কুলে ঠিকমতো পড়াশোনা করে না। তাই অভিভাবক যেন এখনই স্কুলে আসেন। পড়ুয়ার বাবা মহম্মদ রেজানুর বলেন, ‘স্কুলে গিয়ে দেখি ছেলে গুরুতর আহত। ওর নাক ও ডান কানের পাশ থেকে রক্ত ঝরছে। সঙ্গে সঙ্গে আমরা ওকে হাসপাতালে নিয়ে যাই। মানসিকভাবে ও ভীষণ বিপর্যস্ত।’ অভিযোগ, ক্লাসে এক বন্ধুর সঙ্গে টিফিন খাওয়া নিয়ে আলির ঝামেলা হয়েছিল। তারপর স্কুলের সেক্রেটারি তাকে পরীক্ষায় বসতে না দিয়ে ১০০ বার কান ধরে ওঠবোস করান। আলি পরীক্ষা দিতে চাইলে স্কুলের একটি আলমারিতে তার মাথা ঠুকে দেওয়া হয়। তাতেই মাথায় আঘাত পায় সে। তাকে হাসপাতালে ভর্তি করানোর পর স্কুলের তরফে টাকা দিয়ে বিষয়টি চেপে যাওয়ার জন্য পরিবারকে চাপ দেওয়া হয়। শনিবার হাওড়া থানায় স্কুলের সেক্রেটারি শাহজাদা সেলিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। 
ওই পড়ুয়াকে মারধরের বিষয়টি স্বীকার করে নিয়েছেন স্কুলের টিচার ইনচার্জ সাবানা তাবাসুম। তিনি বলেন, ‘স্কুল কর্তৃপক্ষ নিজের উদ্যোগে আলাদাভাবে তদন্ত করবে। প্রয়োজনে সেক্রেটারির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পুলিস তাদের মতো তদন্ত করুক। ঘটনার দিন দুই পড়ুয়ার মারপিটের ঘটনার মীমাংসা করতে অভিভাবকদের স্কুলে ডেকেছিলেন সেক্রেটারি। অভিভাবকদের সামনেই পড়ুয়াকে একটু মারধর করা হয়েছে।’ এদিন জখম ছাত্রের বাবা-মা সংবাদমাধ্যমকে বলেন, ‘ছেলে মানসিকভাবে বিধ্বস্ত। যেভাবে ট্রমায় রয়েছে, তাতে কবে ওকে স্কুলে পাঠাতে পারব জানি না। এর বিচার চাই।’ 
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৪.৪৮ টাকা১০৮.২০ টাকা
ইউরো৮৬.৮২ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা