খেলা

পার্থ টেস্টে ১৫০ রানে অলআউট হয়েও চালকের আসনে ভারতই

পার্থ, ২২ নভেম্বর: আজ, শুক্রবার পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি অস্ট্রেলিয়া-ভারত। অস্ট্রেলিয়ার পার্থে অজিদের বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে টসে জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। কিন্তু ম্যাচের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। স্টার্ক এবং হ্যাজেলউডের ঝোড়ো বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের টপ অর্ডার। যশস্বী এবং পাদিক্কাল ০, কোহলি ৫, জুরেল ১১ এবং ওয়াশিংটন ৪ রান করেন। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ছিল ৫১ রানে ‌৪ উইকেট। এরই মধ্যেই কেএল রাহুল ২৬ ও ঋষভ পন্থ ৩৭ রান করেন। তবে এই খারাপ পরিস্থিতিতেও আক্রমনাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেন নীতিশ রেড্ডি। ৫৯ বলে করেন ৪১ রান। মারেন ৬টি চার, একটি সিক্স। শেষে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ৪টি উইকেট নেন। অন্যদিকে স্টার্ক, কামিন্স, মার্শরা পান ২টি করে উইকেট। এরপর স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীরা মনে করছিলেন এই টেস্টের রাশ অজিদের হাতেই। কিন্তু সমস্ত সমীকরণ, জল্পনাকে ভুল প্রমাণ করে চালকের আসনে দেখা গেল ভারতকেই। টিম ইন্ডিয়ার মাত্র ১৫০ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে কামিন্স ব্রিগেড। বল হাতে অজিদের নাকাল করে ছাড়েন বুমরাহ। নেন ৪টি উইকেট। তার ঝোড়ো বোলিংয়ে একে একে প্যাভিলিয়নে ফিরে যান উসমান (৮), ন্যাথান (১০), স্টিভ স্মিথ (০), কামিন্স (৩)। ২টি উইকেট নেন সিরাজ। ১টি উইকেট তুলে নেন রাণা। প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬৭ রানে ৭ উইকেট। অপরাজিত রয়েছেন অ্যালেক্স (১৯) এবং মিচেল (৬)। এদিন অজিরা প্রায় ২৭ ওভার ব্যাট করে। এখনও ৮৩ রানে পিছিয়ে রয়েছে তারা। হাতে রয়েছে মাত্র ৩টি উইকেট। পার্থ টেস্টের প্রথম দিনেই দুই দলের ইনিংস মিলিয়ে মোট ১৭টি উইকেট পড়তে দেখলেন ক্রিকেট ফ্যানরা।
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা