দেশ

মৃত বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা, রাজস্থানে শেষকৃত্যের আগেই উঠে বসলেন যুবক!

জয়পুর, ২২ নভেম্বর: চার চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেছিলেন। কিন্তু শেষকৃত্য সম্পন্ন হওয়ার কিছুক্ষণ আগেই উঠে বসলেন তিনি। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শ্মশান চত্বরে। রাজস্থানের ঝুনঝুন জেলার ঘটনা। এই ঘটনার পর ওই চার চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
জানা গিয়েছে, মূক ও বধির যুবকটির নাম রোহিতাশ (২৫)। তিনি একটি অনাথ আশ্রমে বসবাস করেন। হৃদরোগ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু গতকাল, বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপর তাঁর শেষকৃত্য সম্পন্ন করার জন্য প্রস্তুতি নেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, শ্মশানের মধ্যে থাকাকালীন রোহিতাশ হঠাৎই নড়াচড়া শুরু করেন। আতঙ্কতি হয়ে পড়েন আশপাশে থাকা লোকজনেরা। এরপরই সবাইকে অবাক করে রোহিতাশ স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে শুরু করেন। হুলস্থূল পড়ে যায় শ্মশান চত্বরে। স্থানীয়দের তৎপরতায় তাঁকে উদ্ধার করে ওই হাসপাতালেই ফের ভর্তি করা হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। ডিস্ট্রিকট কালেক্টারের নির্দেশে গোটা বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
19h 19m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা