দেশ

রাষ্ট্রপতি শাসন এড়াতে হাতে তিন দিন, সরকার গড়তে হবে মহারাষ্ট্রে

মুম্বই: আজ শনিবার, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। মারাঠাভূমে চলতি বিধানসভার পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৬ নভেম্বর, মঙ্গলবার। ফলে নতুন সরকার গঠন করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার আশঙ্কা ঠেকাতে মাত্র ৭২ ঘণ্টা হাতে পাবে রাজনৈতিক দলগুলি। কিন্তু মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মাত্র তিন দিনের মধ্যে নতুন সরকার গঠন সম্ভব কি না, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘটনাচক্রে, মহারাষ্ট্রে ভোটের ফল প্রকাশ সত্ত্বেও সময়ে সরকার গঠন না হওয়ায় সংক্ষিপ্তভাবে রাষ্ট্রপতি শাসন জারির নজির আগেও রয়েছে। সম্প্রতি ২০১৯ ও ২০১৪ সালে তেমনই হয়েছিল। এবারও কি সেই দিকেই এগবে পরিস্থিতি? জল্পনা তুঙ্গে।
মহারাষ্ট্রে লড়াই দুই জোটের। ক্ষমতাসীন মহাযুতি ও বিরোধী মহা বিকাশ আঘাড়ির মধ্যে। দুই জোটেই আবার রয়েছে তিনটি করে বড় দল। আশঙ্কার প্রথম জায়গা, বহু শিবিরে বিভক্ত মহারাষ্ট্র রাজনীতিতে কোনও জোট আদৌ ম্যাজিক ফিগার পার করতে পারবে কি না। ২৮৮টি আসন বিশিষ্ট বিধানসভায় এজন্য অন্তত ১৪৫টি আসন প্রয়োজন। দ্বিতীয় বিষয় হল, কোনও জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলেও শরিকদের মধ্যে মুখ্যমন্ত্রী পদ নিয়ে দড়ি টানাটানির আশঙ্কা প্রবল। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী পদ নিয়ে শরিকদের সহমত আদৌ তৈরি হবে কি না, প্রশ্ন থাকছে তা নিয়েও।
ক্ষমতাসীন মহাযুতি শিবিরে বর্তমানে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন শিবসেনার একনাথ সিন্ধে। ফল প্রকাশের পর মহাযুতি ক্ষমতা ধরে রাখতে পারলে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশও মুখ্যমন্ত্রী পদের প্রবল দাবিদার হবেন। তিনি মুখ্যমন্ত্রী পদ ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা চালাবেন বলেই রাজনৈতিক মহলের মত। ফলে জোটের মধ্যেই অচলাবস্থা তৈরির আশঙ্কা থাকছে। একই আশঙ্কা থাকছে বিরোধী মহা বিকাশ আঘাড়ি ম্যাজিক সংখ্যা পেলেও। শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব থ্যাকারে নিশ্চিতভাবেই ফের মুখ্যমন্ত্রী পদ ফিরে পাওয়ার জন্য ঝাঁপাবেন। আবার জোটের মধ্যে কংগ্রেস যদি সবচেয়ে বেশি আসন পায়, তাহলে তারাও মুখ্যমন্ত্রী পদের দাবি তুলবে। স্বাভাবিকভাবেই ৭২ ঘণ্টার মধ্যে সরকার গঠন করে রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা কতটা এড়ানো যাবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই। এবারও তেমনটা হলে বম্বে রাজ্য থেকে মহারাষ্ট্র পুনগর্ঠিত হওয়ার পর মোট চার বার রাষ্ট্রপতি শাসন জারির ঘটনা ঘটবে। সর্বশেষ তেমনটা হয়েছিল ২০১৯ সালে। সেবার বিজেপি ও উদ্ধব থ্যাকারের নেতৃত্বাধীন অবিভক্ত শিবসেনা একসঙ্গে ভোটে লড়লেও মুখ্যমন্ত্রী পদ নিয়ে মতবিরোধ তৈরি হয়। তার জেরে সেই জোট ভেঙে যায়। কোনও দল সরকার গঠন করতে না পারায় ১১ দিনের জন্য জারি হয়েছিল রাষ্ট্রপতি শাসন। এর আগে ২০১৪ সালেও এক মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছিল মহারাষ্ট্রে। আর প্রথমবার মারাঠাভূমে রাষ্ট্রপতি শাসনের ঘটনা ঘটেছিল ১৯৮০ সালে।      
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা