দেশ

বিনামূল্যে ৭ পরিষেবার প্রতিশ্রুতি আপের, ‘রেওড়ি’ না জনকল্যাণ, দিল্লিতে চড়ছে ভোটের উত্তাপ

নয়াদিল্লি: বিজেপি বলছে ‘রেওড়ি’। অর্থাৎ, খয়রাতির রাজনীতি। আম আদমি পার্টির দাবি, জনকল্যাণ। বিনা পয়সায় এমন সব সরকারি পরিষেবা প্রদান বিজেপি সরকারগুলির কাছে দিবাস্বপ্ন। তাই এত ‘গাত্রদাহ’। আর বিজেপির করা সেই নামকরণের মাধ্যমে তাদেরই কটাক্ষের কৌশল নিলেন অরবিন্দ কেজরিওয়াল। ভোটমুখী দিল্লিতে শুক্রবার আপ সুপ্রিমো সূচনা করলেন দলের ‘রেওড়ি পর চর্চা’ কর্মসূচি। আগামী ফেব্রুয়ারি মাসে বিধানসভা ভোট হওয়ার কথা রাজধানীতে। সেকথা মাথায় রেখেই এই  কর্মসূচি। কেজরিওয়াল এদিন জানান, দলের জেলা ও বুথ স্তরের পদাধিকারীরা ভোটারদের কাছে যাবেন। নির্বাচনের আগে এরকম ৬৫ হাজার জনসংযোগমূলক বৈঠক হবে। প্রচারপত্র বিলি করা হবে। আপ সরকারের ‘রেওড়ি’গুলি সম্পর্কে প্রচার চলবে।
একদিন আগেই আপের প্রথম প্রার্থী তালিকায় ১১ জনের নাম ঘোষণা হয়েছে। ফলে কেজরিওয়াল যে পুরোপুরি ভোটের মেজাজে, তা স্পষ্ট। দূষণ জর্জরিত দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এদিন খুসখুস করে কাশতে দেখা গেল আপ সুপ্রিমোকেও। আসন্ন বিধানসভা ভোটে সাত ‘রেওড়ি’তে বাজিমাত করতে চাইছেন তিনি। সেগুলি কী কী? কেজরিওয়াল বললেন, বিনামূল্যে বিদ্যুৎ, জল, শিক্ষা, মহল্লা ক্লিনিকগুলিতে চিকিৎসা, মহিলাদের বাস সফর, বয়স্কদের জন্য তীর্থযাত্রা ও মহিলাদের জন্য মাসে এক হাজার টাকা।
শুধু ‘রেওড়ি পর চর্চা’ নামকরণে নয়, এদিন বিজেপিকে প্রকাশ্যে ঠেস দিতেও ছাড়েননি আপ প্রধান। তিনি বলেন, জাতীয় রাজধানী হল অর্ধ-রাজ্য। আমাদের মতো কেন্দ্রীয় সরকারের হাতেও সমান ক্ষমতা রয়েছে মানুষের জন্য কাজ করার। কিন্তু তারা কিছুই করেনি। আমাদের দলের কর্মীরা ভোটারদের কাছে গিয়ে প্রশ্ন করবেন, গত ১০ বছরে বিজেপি দিল্লির জন্য কী করেছে? বিজেপি ২০টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। কিন্তু কোথাও তারা আমাদের মতো এরকম বিনা পয়সায় কোনও সরকারি পরিষেবা দিতে পারেনি। কারণ তাদের সেই ইচ্ছাই নেই। একমাত্র আপ জানে কীভাবে তা করতে হয়। আপ সরকারের কাজে বাধা দেওয়া ছাড়া আর কিছুই করেনি বিজেপি।        
8h 8m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা