দেশ

র‌্যাগিং: যোগীরাজ্যে সাত মেডিক্যাল পড়ুয়া সাসপেন্ড

লখনউ: সম্প্রতি গুজরাতের জিএমইআরএস মেডিক্যাল কলেজে র‌্যাগিংয়ের জেরে মৃত্যু হয় এক ডাক্তারি পড়ুয়ার। দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে সেই ঘটনায়। এরই মধ্যে ফের র‌্যাগিংয়ের অভিযোগ উঠল যোগীরাজ্য উত্তরপ্রদেশে। জুনিয়রদের হস্টেলে ঢুকে র‌্যাগিং করার অভিযোগে সাসপেন্ড করা হল গোরক্ষপুরের একটি মেডিক্যাল কলেজের সাত পড়ুয়াকে। কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, র‌্যাগিংয়ের কোনও প্রত্যক্ষ প্রমাণ মেলেনি। তবে অভিযুক্তরা নিয়ম ভেঙে হস্টেলে ঢুকেছিল। তাই আপাতত তাদের তিনমাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনায় কলেজের অ্যান্টি-র‌্যাগিং সেলে ইমেল মারফত একটি অভিযোগ জমা পড়েছে। সেই ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত। 
১০ নভেম্বর রাতের ঘটনা। ছটপুজোর ছুটি কাটিয়ে সদ্য হস্টেলে ফিরেছিল গোরক্ষপুরের বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজের ২০২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস পড়ুয়ারা। অভিযোগ, ওইদিন রাতে ২০২৩ ব্যাচের সাতজন সিনিয়র পড়ুয়া অনুমতি ছাড়াই তাদের হস্টেলে ঢুকে পড়ে। সেখানে প্রায় আধ ঘণ্টা ছিল তারা। সিসি ক্যামেরার ফুটেজেও ধরা পড়ে সেই দৃশ্য। এরপরই কলেজের অ্যান্টি র‌্যাগিং সেলে একটি অভিযোগ জমা পড়ে। তার জেরেই সাসপেন্ড করা হয়েছে সাত পড়ুয়াকে। তবে পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ এপর্যন্ত র‌্যাগিংয়ের কোনও প্রত্যক্ষ প্রমাণ মেলেনি। অভিযুক্তদের বক্তব্য, জুনিয়রদের সঙ্গে একটি ক্রিকেট টিম তৈরি নিয়ে আলোচনা করতে তারা হস্টেলে ঢুকেছিল। এনিয়ে কলেজের প্রিন্সিপাল রামকুমার জয়সওয়াল বলেন, ওই পড়ুয়ারা অনুমতি না নিয়ে হস্টেলে ঢুকেছে। তাই তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান প্রিন্সিপাল। 
8h 8m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা