দেশ

আলুর দাম কমাতেই হবে, অন্যথায় কড়া ব্যবস্থা নেবে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলুর দাম কমানোর জন্য অবিলম্বে ব‌্যবসায়ীদের সক্রিয় হতে হবে। তা না-হলে রাজ্য সরকার কড়া ব্যবস্থা নেবে। শুক্রবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থের ডাকা  বৈঠকে সরকারের তরফে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের নির্দেশে জরুরি ভিত্তিতে এদিন টাস্ক ফোর্সের বৈঠক ডাকা হয়। কলকাতার খুচরো বাজারে অন্তত ৩০-৩১ টাকা কেজি দরে  জ্যোতি আলু বিক্রির জন্য ব্যবস্থা নিতে বলেছে রাজ্য সরকার। হিমঘর থেকে বেরনোর সময় আলুর দাম যাতে কেজিতে অন্তত আরও ১ টাকা করে কমে, তা নিশ্চিত করতে বলা হয়েছে ব্যবসায়ীদের। 
নতুন আলু বাজারে বেশি পরিমাণে আসবে জানুয়ারি থেকে। ততদিন যাতে আলুর জোগানের কোনও সমস্যা না-হয় তার জন্য ৩০ নভেম্বরের নির্ধারিত সময়ের পরও কিছুদিন হিমঘরগুলি চালু রাখার অনুমতি দেওয়া হতে পারে। এমন ইঙ্গিত অবশ্য‌ সরকারের দিক থেকেই দেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আলুর দাম কমানো নিয়ে আজ, শনিবার হুগলির হরিপালে বৈঠক করবেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। পাশাপাশি খুচরো বাজারে সরকারি নজরদারি চলবে।
বাইরে বেশি পরিমাণে আলু যাওয়ার জন্য দাম বাড়ছে। এই মত মুখ্যমন্ত্রীর। তাই ভিন রাজ্যে আলু ও পেঁয়াজ পাঠানোর উপর নজরদারি ও নিয়ন্ত্রণ চান তিনি। এদিন নবান্নে মুখ্যসচিব, দুই মন্ত্রী বেচারাম মান্না ও প্রদীপ মজুমদার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলি ও পুলিসের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে দীর্ঘ বৈঠক হয়। রাজ্যের মানুষের চাহিদা মেটাতে ভিন রাজ্যে আলু না-পাঠানোর বিষয়ে ব্যবসায়ী ও হিমঘরগুলিকে সরকারের তরফে ‘পরামর্শ’ দেওয়া হয়েছে। দিনকয়েকের মধ্যে পরিস্থিতির পরিবর্তন না-হলে সরকার এই বিষয়ে আর কোনও বৈঠক চায় না। রাজ্য সীমানার চেক পোস্টগুলিতেই ব্যবস্থা কড়া ব্যবস্থা নেবে। 
এদিনের বৈঠকে জানানো হয়েছে, এখনও প্রায় ১০ লক্ষ টন আলু হিমঘরগুলিতে আছে। রাজ্যে একমাসে আলুর চাহিদা প্রায় ৫ লক্ষ টন। ব্যবসায়ী সংগঠনের নেতা লালু মুখোপাধ্যায়ের দাবি, অন্য রাজ্যে বেশি আলু যাচ্ছে না। হিমঘর থেকে ২৭-২৮ টাকা কেজি দরে জ্যোতি আলু বেরচ্ছে। তাই কলকাতার খুচরো বাজারে তার দাম ৩৪-৩৫ টাকা হওয়া উচিত নয়। টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানান, একাধিক হাত ঘুরে খুচরো বাজারে পৌঁছনোর পরই আলুর দাম অনেকটা বেড়ে যাচ্ছে। আলুর দাম খুচরো বাজারে কীভাবে আরও কমানো যায়, তা নিয়ে শনিবারের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।
8h 8m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা