রাজ্য

ডাক্তার অর্ধেকেরও কম, রাজ্যে চক্ষু চিকিৎসার একমাত্র উৎকর্ষকেন্দ্রে এক ধাক্কায় কমল ১৫ হাজার অস্ত্রোপচার!

বিশ্বজিৎ দাস, কলকাতা: বাংলায় চোখের চিকিৎসার একমাত্র উৎকর্ষকেন্দ্র এটি। ২০০৩ সালে মর্যাদা পায় সেন্টার অব এক্সেলেন্সের। এহেন প্রথম সারির সরকারি চক্ষু প্রতিষ্ঠান মেডিক্যাল কলেজস্থিত রিজিওনাল ইনস্টিটিউট অব অবথালমোলজিতে (আরআইও) এক ধাক্কায় কমল প্রায় ১৫ হাজার অপারেশন! অভয়া কাণ্ডের প্রতিবাদের সময় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রোগী দেখা ও অপারেশনে জোর ধাক্কা লেগেছিল এখানে। কর্মবিরতি ওঠার পর হু হু করে রোগী বেড়েছে। কিন্তু অপারেশন আর বাড়ছে না। ফলে ভোগান্তিও বাড়ছে। ওটি’র দীর্ঘ অপেক্ষা আরও দীর্ঘতর হচ্ছে। গত একবছরের মধ্যে এই অবস্থা হয়েছে এখানকার। 
সূত্রের খবর, স্থায়ী শিক্ষক চিকিৎসক, এসআর, আরএমও, মেডিক্যাল অফিসার মিলিয়ে এখানে মোট অনুমোদিত শিক্ষক চিকিৎসকের সংখ্যা ৪৫। সেখানে কতজন ডাক্তারে এখানে হাজার হাজার রোগী দেখা, অপারেশন চলছে শুনলে চমকে যেতে হয়। মাত্র ১৮ জন! প্রতিমাসে এখানে যত অপারেশন হয়, তাকে ছানি এবং অন্যান্য অপারেশনে ভাগ করা যাক। মাসে এখানে শুধু ছানি অপারেশনই হতো ২৫০০। অন্যান্য অপারেশন প্রায় হাজারখানেক। সব মিলিয়ে সাড়ে ৩ হাজার। বছরে প্রায় ৪২ হাজার। লোকবল অর্ধেকের বেশি কমে যাওয়ায় সেই সংখ্যা কমে হয়েছে ২৭-৩০ হাজার। যার মানে, এক ধাক্কায় এখানে অপারেশন কমেছে ১২-১৫ হাজার! 
লোকবলের অভাবে অপারেশন কমেছে। কিন্তু সত্যিই কিন্তু অভয়া কাণ্ডের প্রতিবাদের জেরে অচলাবস্থা কাটার পর এখানে রোগী বেড়েছে? এক সিনিয়র চিকিৎসক বলেন, সাধারণভাবে চোখের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে একমাসে ডাক্তার দেখাতেন ২৫ হাজার রোগী। অচলাবস্থা কাটার পর রোগীর সংখ্যা একলাফে বেড়ে হয়েছে ৩০ হাজার। কিন্তু ডাক্তার তো বাড়েনি। ফলে যাঁদের দ্রুত অপারেশন দরকার, নির্দিষ্ট সময়ে তা করা যাচ্ছে না। চোখ নষ্ট হওয়ার জোগাড় হচ্ছে। এমনকী কিছু ক্লিনিকও বন্ধ হওয়ার দশা। লোক কম, তারই ম঩ধ্যে এখানে বাচ্চাদের গ্লকোমা চিকিৎসার এক দক্ষ বিশেষজ্ঞকে বদলি করে দেওয়া হল। দু’দিন আউটডোর এবং দু’দিন অপারেশনের সেই শাখা এখন প্রায় বন্ধ! 
লোকের অভাবে এখানে চালু করা যাচ্ছে না ভিট্রো রেটিনাল সার্জারিতে সর্বোচ্চ এমসিএইচ ডিগ্রিও। চালু হলে দেশের মধ্যে তৃতীয় (দিল্লি এইমস এবং পিজিআই চণ্ডীগড়ের পর) কোনও সরকারি প্রতিষ্ঠানে এই বিভাগ চালু হতো। প্রভূত উপকৃত হতেন রোগীরাও। প্রতিষ্ঠান সূত্রের খবর, বিষয়গুলি বহুবার স্বাস্থ্যভবনে জানানো হয়েছে। তাতে লাভ কিছুই হয়নি।
শুক্রবার এই প্রসঙ্গে আরআইও অধিকর্তা ডাঃ অসীমকুমার ঘোষ বলেন, ‘নিজের প্রতিষ্ঠানকে দেশের এক নম্বর চোখের হাসপাতাল হিসেবে দেখতে চাই। কিছু সমস্যার কথা স্বাস্থ্যভবনে জানিয়েছি। দ্রুত ব্যবস্থাগ্রহণের আর্জি রইল।’ 
5h 5m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা