রাজ্য

‘শূন্যের কলঙ্ক’ ঘোচাতে এবার ভোটকুশলীর খোঁজে সিপিএম, বিপ্লবী ছেড়ে বেতনভুক পেশাদারের জন্য বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আশু লক্ষ্য বাংলায় বামপন্থার পুনর্জাগরণ। তবে এই বক্তব্য সবটাই পোশাকি। আসল লক্ষ্য, ২০২৬’এর বিধানসভা ভোটে ‘শূন্যের কলঙ্ক’ থেকে মুক্তি। গান, বাজনা, সিনেমা, কালচার—কোনও কিছুতেই হাল ফেরেনি। ভরসা নেই হোলটাইমারেও। তাই সিপিএম এখন হাঁটা শুরু করল পেশাদারিত্বের পথে। তাদের চাই মাইনে করা ‘পলিটিক্যাল অ্যানালিস্ট’। সাদা বাংলায়, ‘রাজনৈতিক বিশ্লেষক’ বা ‘ভোটকুশলী’ বললেও মন্দ হয় না। আর একটু এগিয়ে বললে, বাংলায় বিপর্যয় থেকে মুক্তি পেতে প্রশান্ত কিশোর খুঁজছে সিপিএম। শুক্রবার সকালে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন, ‘উই আর হায়ারিং’। এই বিজ্ঞাপন বাম দলে নজিরবিহীন। সিপিএম কি না শেষ পর্যন্ত সদস্যপদ দেওয়ার দুর্গম পথ ছেড়ে, বায়োডেটা ঘেঁটে ভোটকুশলী খুঁজবে? অনেকে বলছেন, সময়-পরিস্থিতি সবকিছুই বদলে দেয়। নতুন এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘সীতারাম ইয়েচুরি ক্যাডার ডেভেলপমেন্ট স্কিম’। 
চাই অভিজ্ঞতা সম্পন্ন পেশাদার। আবেদনকারীদের কাছ থেকে জেনে নেওয়া হচ্ছে ‘এক্সপেক্টেড স্যালারি’ও। পদ পাঁচটি—পলিটিক্যাল অ্যানালিস্ট, পলিটিক্যাল ইন্টার্ন, কনটেন্ট রাইটার, গ্রাফিক ডিজাইনার ও ডিজিটাল মার্কেটিং এগজিকিউটিভ। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘সমাজ মাধ্যম মানে সমাজের সঙ্গে সংযোগ স্থাপন। যার মাধ্যম প্রযুক্তি। প্রযুক্তি যারা জানে, তাদের কাছে শেখার আছে। এর মধ্যে সৃজনশীলতা আছে। আমাদের তরুণ, সাংস্কৃতিক ফ্রন্টের লোকেদের প্রশিক্ষণ দরকার। একসঙ্গে কাজ করলে সিপিএমের নিজস্ব সক্ষমতা বাড়বে।’ পার্টি সদস্য না হলে এই দলে যোগ দেওয়া যাবে? সেলিম বলেন, ‘পার্টির বাইরে অনেকে থাকে, যাঁরা দরদী, সমর্থক। সকলকে নিয়ে মানবসম্পদ তৈরি হয়।’ রাজ্য সম্পাদক সোশ্যাল মাধ্যমে নিয়োগের বার্তা দেওয়ার পরই নেতৃত্ব থেকে পার্টি কর্মী-সমর্থকরা একেবারে প্রচারে ভরিয়ে গিয়েছেন। আলিমুদ্দিন সূত্রে খবর, বিভিন্ন গণসংগঠন থেকে লোক নিয়ে ইতিমধ্যেই টিম তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁদেরকেই প্রশিক্ষণ দেবেন পেশাদাররা। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এরিয়া, জেলা, রাজ্য কমিটিই শেষ কথা বলবে। এই পেশাদাররা বিভিন্ন বিষয়ে ‘ইনপুট’ দেবেন। এক প্রথমসারির নেতার কথায়, ‘অনেকে ৪০ বছর রাজনীতি করার পর বুঝতে পারছেন, এখন পরিস্থিতি বদলেছে।’ পরিবর্তিত এই পরিস্থিতিতে প্রবীণ নেতা কিংবা তরুণ টেক স্যাভি হোলটাইমাররা রেগে যাবেন না তো? এক নেতার কথায়, ‘সকলে যাতে মেনে চলেন, তাই তো একেবারে উচ্চপর্যায় থেকে বিষয়টা করা হয়েছে।’ তাহলে কি তৃণমূল-বিজেপির মতো ‘থার্ড পার্টি’ নির্ভরশীলতায় চলে গেল সিপিএম? নেতৃত্ব বলছে, নিজেদের মতো টিম তৈরির চেষ্টা করা হচ্ছে। শুক্রবারই সীতারাম ইয়েচুরির ‘মতাদর্শের প্রশ্নে’ বইপ্রকাশের জন্য রোটারি সদন ভাড়া করেছিল সিপিএম। আলিমুদ্দিন সূত্রে খবর, এর আগে সিপিএমের অনুষ্ঠান কখনও এইসব জায়গায় হয়েছে? হয়নি তো অনেক কিছুই। এবার হবে। 
তবে প্রশ্ন হল, নতুন কিছু করে কি বুথে লোক ফেরানো যাবে? নাকি ‘ওয়ার রুমে’ই সিপিএমের তরুণরা বসে কোল্ড ড্রিঙ্কে চুমুক দেবেন? যতই হোক, এঁরা হবেন নতুন কর্মসূচিতে, নতুন প্রজন্মের ক্যাডার। সীতারাম ইয়েচুরি কি এতটা ভেবেছিলেন?
8h 8m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা