রাজ্য

বাড়বে না সময়, নেতৃত্বের নির্দেশে সদস্য সংগ্রহ নিয়ে বিপাকে বঙ্গ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে আরও বিপাকে পড়ল বঙ্গ বিজেপি। কারণ দলের শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সাফ জানিয়ে দিয়েছে যে, এই সংক্রান্ত কর্মসূচির সময়সীমা কোনওমতেই বৃদ্ধি করা হবে না। শুধুমাত্র একটি রাজ্য কমিটির জন্য যাবতীয় নিয়ম ভেঙে ফেলা সম্ভব নয়। পাশাপাশি বিশেষ কোনও রাজ্য কমিটিকে বাড়তি সুবিধাও দেওয়া হবে না। শুক্রবার দিল্লিতে সদস্য সংগ্রহ অভিযান নিয়ে বিভিন্ন রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠক করেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। পশ্চিমবঙ্গে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের ভারপ্রাপ্ত নেতা তথা দলের রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্য এদিনের বৈঠকে হাজির ছিলেন। যদিও তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। 
প্রসঙ্গত, সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি শেষ হচ্ছে আগামী ৩০ নভেম্বর। এই সময়ের মধ্যে দেশজুড়ে ১০ কোটিরও বেশি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। বঙ্গ পার্টিকে টার্গেট দেওয়া হয়েছে এক কোটি সদস্য সংগ্রহের। আর এতেই বেজায় ফাঁপড়ে পড়েছেন রাজ্যের বিজেপি নেতারা। রাজনৈতিক সূত্রের দাবি, দিনকয়েক আগে দলের বঙ্গ নেতৃত্ব কেন্দ্রীয় পার্টিকে অনুরোধ করেছিল যাতে, এই সময়সীমা কিছু বাড়ানো যায়।। কারণ হিসেবে বলা হয়েছিল যে, লাগাতার উৎসবের মরশুমে বাংলায় সদস্য সংগ্রহের কাজ সেভাবে করা যায়নি। অন্যান্য রাজ্যে এই পরিস্থিতি তৈরি হয়নি। তাই বঙ্গ বিজেপির জন্য এই সময়সীমা ‘কনসিডার’ করা হোক। রাজনৈতিক সূত্রের খবর, সেইসময়ও রাজ্য পার্টির এহেন অনুরোধকে কোনওরকম পাত্তা দেয়নি দিল্লি। আর শুক্রবারের বৈঠকে এই ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট জানিয়ে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় পার্টি। বাংলায় এখনও পর্যন্ত বিজেপির কত সদস্য সংগ্রহ হয়েছে, তা নিয়ে প্রকাশ্যে মুখই খুলতে চাইছেন না দলের কোনও দায়িত্বপ্রাপ্ত নেতাই। প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে দলের সাংগঠনিক হাল কি আরও বেহাল হয়ে পড়েছে? বিজেপির অন্দরেও শুরু হয়েছে চর্চা।
8h 8m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা