রাজ্য

মুঙ্গের কানেকশন, সুন্দরীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে আগ্নেয়াস্ত্র পাচার অস্ত্র কারবারির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জামালের কামাল! মুঙ্গের থেকে এনে বাংলার বিভিন্ন প্রান্তে ‘দেশি কাট্টা’ আর ‘নাইন এমএম’ পিস্তল বিক্রির চক্রী জামাল মণ্ডলকে গ্রেপ্তার করার পর চক্ষু চড়কগাছ সিআইডি’র। ‘একসে বড় কর এক হাসিনা’—জামালের গার্লফ্রেন্ড! তাঁদের প্রত্যেকের সঙ্গে প্রেমের অভিনয় করে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন, এমনকী বিয়ের প্রস্তাবও। এই ‘হাসিনা’দের জন্যই জামালকে ডিভোর্স দিয়ে ছেড়ে চলে গিয়েছে স্ত্রী। কিন্তু একজন গার্লফ্রেন্ডকেও কাছছাড়া করেনি জামাল। একজন অস্ত্র কারবারির এত গার্লফ্রেন্ড? খোঁজখবর করতে গিয়ে হতবাক সিআইডি আধিকারিকরা। জামালের গার্লফ্রেন্ডরাই তো তার অস্ত্র কারবারের ‘ক্যারিয়ার’। স্মার্ট, সপ্রতিভ চেহারায় জিন্স, টপ, সানগ্লাস, হাতে বাহারি চটের ব্যাগ সঙ্গে ট্রলি ব্যাগ—ক্যারিয়াররাই মুঙ্গের থেকে বয়ে নিয়ে আসত ওয়ান শটার আর নাইন এমএমের মতো আগ্নেয়াস্ত্র। সুন্দরী হওয়ার যাবতীয় ‘সুবিধা’ কাজে লাগিয়ে গার্লফ্রেন্ডরাই এগিয়ে নিয়ে যাচ্ছিল জামালের কারবার। গত ১৮ নভেম্বর উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে গ্রেপ্তার করা হয় এই অস্ত্র কারবারিকে। উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র। তাকে জেরা করেই গোয়েন্দারা জানতে পারেন নয়া ‘চার্লস শোভরাজ’ আর তার গার্লফ্রেন্ডদের বৃত্তান্ত। 
সিআইডি সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবারে জড়িয়েছিল জামাল। মুঙ্গেরের অস্ত্র কারবারের দুই চাঁইয়ের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কের জেরে সরবরাহে কোনওদিন ঘাটতি হয়নি। মূলত উত্তর ২৪ পরগনার হাবড়া ও বনগাঁ এলাকায় অস্ত্র কারবার ফেঁদেছিল সে। এই পর্বেই দক্ষিণ শহরতলির মহেশতলার রবীন্দ্রনগর এলাকায় অস্ত্র তৈরির কারখানা খুলে ফেলেছিল জামাল। মুঙ্গেরের কারিগররা এসে স্থানীয় কয়েকজনকে হাতেকলমে আগ্নেয়াস্ত্র তৈরি শিখিয়ে গিয়েছিল। সেই কারখানার হদিশ পেয়ে হানা দিয়েছিল পুলিস। পাততাড়ি গুটিয়ে গেলেও তখন থেকেই জামালের উপর নজরদারি শুরু হয়। গোয়েন্দারা খবর পান, ফের মুঙ্গের থেকে অস্ত্র এনে বিক্রির কারবার শুরু করেছে এই ‘হিস্ট্রি শিটার’!
ওই সূত্রটি জানিয়েছে, কারবার সম্প্রসারণের জন্য গ্রামীণ এলাকার গরিব ঘরের স্মার্ট মেয়েরাই ছিল জামালের ‘টার্গেট’! এই মেয়েদের সঙ্গে প্রথমে বন্ধুত্ব, এরপর প্রেম, তারপর ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন পর্বে বিয়ের প্রস্তাব দিয়ে গ্যাংয়ে শামিল করা। সিআইডি সূত্রে জানা গিয়েছে, গার্লফ্রেন্ডদের এরপরই সে আগ্নেয়াস্ত্র পাচারের কাজে যুক্ত হওয়ার প্রস্তাব দিত। কেউ রাজি না হলে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে ‘ব্ল্যাকমেল’। বাধ্য হয়ে রাজি হতো সবাই। হাতের বাহারি পার্স আর ট্রলিব্যাগে ভরে মুঙ্গের থেকে নিয়মিত আগ্নেয়াস্ত্র নিয়ে আসা। আর্মস পিছু কমিশন ১০ শতাংশ। বান্ধবীদের বয়ে আনা ওয়ান শর্টার সাত হাজার আর নাইন এমএম পিস্তল ৩০ হাজার টাকায় বিক্রি করত জামাল। অস্ত্র কারবারের ‘ক্যারিয়ার’ জামালের তিন বান্ধবীর হদিশ ইতিমধ্যেই পেয়েছে সিআইডি। শুধু হেফাজতে নেওয়ার অপেক্ষা।
8h 8m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা