রাজ্য

কুলটিতে অস্ত্র কারখানায় হানা এসটিএফের, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিম বর্ধমানের কুলটিতে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার খোঁজ পেল রাজ্য পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।  উদ্ধার করা হয়েছে ১০টি আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড কার্তুজ। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিহার থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি এনে এখানে মজুত করা হয়েছিল বলে জানা যাচ্ছে।
এসটিএফের কাছে খবর আসে, বিহার থেকে কিছু আগ্নেয়াস্ত্র এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম আসছে কুলটি এলাকায়। সেখানকার চৌরঙ্গী এলাকায় একটি বাড়িতে অস্ত্র কারখানা চালানো হচ্ছে। একই সঙ্গে লেদ মেশিনে চলছে আগ্নেয়াস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির কাজ। মুঙ্গের থেকে মিস্ত্রি আসছে সেগুলি তৈরি করতে। এখান থেকে সেগুলি বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। খবরের ভিত্তিতে খদ্দের সেজে পুলিস অফিসাররা যোগাযোগ করেন অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে। দরদাম ঠিক হওয়ার পর শনিবার ওই অস্ত্র কারখানায় পৌঁছে যান তদন্তকারী অফিসাররা। অস্ত্র লেনদেনের সময় হাতেনাতে ধরা হয় দু’জনকে। তাদের কাছ থেকে মিলেছে ১০টি আগ্নেয়াস্ত্র। ধৃতদের জেরা করে পুলিস জেনেছে, মূলত অবৈধ কয়লা কারবারে যুক্ত ব্যবসায়ীরা এগুলির ক্রেতা ছিল। স্থানীয় দুষ্কৃতীরাও এই অস্ত্র কিনে নানা অপরাধের পাশাপাশি তোলাবাজি ও অবৈধভাবে খনন চালাচ্ছে বলে অভিযোগ। এই অস্ত্র কারখানা চালানোর পিছনে আরও কয়েকজনের নাম উঠে আসছে, যারা এই এলাকার একাধিক জায়গায় বেআইনি অস্ত্র কারবার খুলেছে বলে খবর। ভিন জেলার কারা কারা এসব আগ্নেয়াস্ত্র কিনত, ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা চলছে।
8h 8m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা