রাজ্য

নির্দলের অর্ধেক ভোট পেয়ে চা বলয়ে ভো-কাট্টা বামেরা

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, আলিপুরদুয়ার: রক্তক্ষরণ অব্যাহত। বামেদের অবস্থা এমনই যে, মাদারিহাটে নির্দলের অর্ধেক ভোট পেতেই কালঘাম ছুটল। লড়াইয়ে থাকা তো দূরের কথা, চা বলয় অধ্যুষিত মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনে বামেদের লক্ষ্য ছিল, লোকসভায় অন্তত যেটুকু ভোট মিলেছে, সেটা ধরে রাখা। কিন্তু  ফল বলছে গত লোকসভা নির্বাচনে মাদারিহাটে বামেরা চার হাজার ভোট পেলেও বিধানসভা উপ নির্বাচনে ধরে রাখতে পারল না তারা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বাম শরিক আরএসপির ঝুলিতে সাকুল্যে এসেছে ৩ হাজার ৪১২ ভোট। অথচ, বিক্ষুব্ধ বিজেপি হিসেবে পরিচিত বুদ্ধিমান লামা নির্দল হয়ে দাঁড়িয়ে পেয়েছেন ৫ হাজার ৬১টি ভোট। যা বামেদের চেয়ে অনেকটাই বেশি। বুদ্ধিমান ছাড়াও মাদারিহাটে আরও দু’জন নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে পরিমল ওরাওঁ পেয়েছেন ১ হাজার ২৮৬টি এবং অপর নির্দল পঙ্কজ লোহারের ঝুলিতে সাড়ে ছ’শো ভোট। অর্থাৎ, তিন নির্দলের ভোট যোগ করলে দেখা যাচ্ছে, মাদারিহাটে নির্দল প্রার্থীদের মোট ভোট ৬ হাজার ৯৯৭। এর অর্ধেক ভোটও পায়নি বামেরা।
বিজেপির আগে মাদারিহাট আরএসপি’র গড় ছিল। ২০১১ সালে রাজ্যে পালাবদলের সময়েও এই আসন ধরে রেখেছিল তারা। চা বাগানে আরএসপি’র শক্তিশালী সংগঠন ছিল। কিন্তু আজ দলের কেন এই দুরাবস্থা, তার ব্যাখ্যা নেই জেলার আরএসপি তথা বাম নেতৃত্বের কাছে। দলের আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুব্রত রায়ের গলায় চরম হতাশার সুর। বললেন, আমরা ভেবেছিলাম অন্তত লোকসভায় মাদারিহাটে যে চার হাজার ভোট পেয়েছিলাম, সেটা ধরে রাখতে পারব। সেটাও সম্ভব হল না। তাঁর স্বীকারোক্তি, মাদারিহাট বিধানসভায় ২৪টি চা বাগান। অথচ চা বলয়ে আমাদের এখন কোনও সংগঠনই নেই। সংগঠন করার মতো দায়িত্বশীল নেতাও নেই। মেশিনারি না থাকলে ভোট হবে কী করে!
একসময় মাদারিহাটের প্রায় সব বাগানেই আরএসপি’র শ্রমিক সংগঠন ছিল। কিন্তু এখন চা বলয়ে ভোট করাতে যে সাংগঠনিক বাঁধন দরকার, তার যে কিছুই নেই খোলাখুলি স্বীকার করে নিচ্ছেন জেলা নেতৃত্ব। ২০২১ সালের বিধানসভা ভোটে মাদারিহাটে ৭ হাজারের মতো ভোট পেয়েছিল আরএসপি। ২০২৪ সালের লোকসভায় সেই ভোট অনেকটাই কমে। বিধানসভা উপ নির্বাচনে এল আরও বড় ধাক্কা। যেভাবে ভোট কমছে, অদূর ভবিষ্যতে কি উত্তরের চা বলয়ে মুছে যাবে বামেরা? আরএসপি’র আলিপুরদুয়ার জেলা সম্পাদকের সোজাসাপ্টা উত্তর, অর্থ, লোকবল, ভোটব্যাঙ্ক কিছুই তো নেই। সেটা যেমন আমাদের নেই, তেমনই সিপিএম, ফরওয়ার্ড ব্লকেরও নেই। মাদারিহাটে অবশ্য এবার কংগ্রেস প্রার্থী বিকাশ চম্প্রমারি ৩ হাজার ২৩ ভোট পেয়েছেন। নোটায় ভোট পড়েছে ২ হাজার ৮৫৬টি।
8h 8m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা