রাজ্য

ওয়াকফ: কমিটির মেয়াদ বৃদ্ধির দাবি

নয়াদিল্লি (পিটিআই): ওয়াকফ সংশোধনী বিল খতিয়ে দেখতে আরও সময় প্রয়োজন। তাই এই বিল নিয়ে গঠিত যৌথ কমিটির মেয়াদ বাড়ানো হোক। কমিটিতে বিরোধী দলগুলির সদস্যরা বৃহস্পতিবার এই দাবিতে সরব হলেন। সঙ্ঘাতের আবহেই বিজেপি সদস্য তথা কমিটির চেয়্যারম্যান জগদম্বিকা পাল ঘোষণা করে দেন, এদিনই হবে কমিটির শেষ বৈঠক। শীঘ্রই কমিটির সদস্যদের কাছে পৌঁছে যাবে খসড়া রিপোর্ট। প্রতিবাদে সরব হয়ে ওঠেন বিরোধী সদস্যরা। তাঁরা স্লোগান দিতে শুরু করেন। কয়েকজন বিরোধী নেতা আবার এবিষয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার হস্তক্ষেপ দাবি করেন। উল্লেখ্য, লোকসভার তরফে ওয়াকফ বিল সংক্রান্ত কমিটিকে বলা হয়েছে আগামী শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের শেষ দিনে রিপোর্ট পেশ করতে হবে। আগামী সোমবার থেকে শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। যৌথ কমিটি লোকসভার কাছে রিপোর্ট পেশ করার পর শীতকালীন অধিবেশনেই ওয়াকফ সংশোধনী বিল পাশ করানোর পরিকল্পনা রয়েছে মোদি সরকারের। সেই সূত্রে আসন্ন অধিবেশনের জন্য বিলটিকে তালিকাভুক্তও করা হয়েছে। ঘটনাচক্রে, যৌথ কমিটির বিরোধী সদস্যরা এর আগেই চেয়ারম্যান জগদম্বিকা পালের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, সরকারের কথামতো যাবতীয় পদক্ষেপ নিচ্ছেন চেয়ারম্যান। কমিটির কাজকর্ম থেকে নিজেদের সরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছিলেন বিরোধী সদস্যরা।
7h 7m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা