বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

঩‘চেনা মানুষও অপরিচিত হয়ে যায়’

জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘অপরিচিত’ মুক্তির অপেক্ষায়। অপরিচিত আসলে কে? একান্ত আড্ডায় নিজের অনুভূতি ভাগ করে নিলেন অভিনেত্রী ইশা সাহা।

অপরিচিত শব্দটা কীভাবে ব্যাখ্যা করবেন?
অপরিচিত মানে, ধরা যাক আপনাকে আমি চিনি। কিন্তু কতটা চিনি? আপনার ভিতরটা কতটা জানি? ভেবে দেখলে এই দু’জন মানুষ কিন্তু অপরিচিত। আবার আরও একটা ভাবনা আছে। চেনা মানুষগুলোও কখনও অপরিচিত হয়ে যায়। সম্প্রতি এটা ঘটেছে আমার সঙ্গে।

সে কি!
হ্যাঁ, ভীষণ ভালো একটা সম্পর্ক ছিল। হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেল। কোনও কারণ ছাড়া আমার ফোন ধরা বন্ধ করে দিল। ধীরে ধীরে সেই পরিচিত মানুষটা একেবারে অপরিচিত হয়ে গেল।

এইসব পরিস্থিতি মানিয়ে নিতে সমস্যা হয় না?
আসলে আমরা সকলেই হয়তো একে অপরের কাছে অপরিচিত। কারও যখন ইচ্ছে করবে, মনে হবে বেশি করে পরিচিত হই, তখন তাঁরা তা হবেন। আবার তাঁদের যখন ইচ্ছে করবে, তখন তাঁরা অপরিচিত হয়ে যাবেন। জীবনে চলার পথে এটার সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে যাই। 

আপনার নতুন ছবিও কি এমন অপরিচিতদের ঘিরে?
এটা সাইকোলজিক্যাল থ্রিলার। সাইকোলজি আর থ্রিলার দুটোর কম্বিনেশনে ছবি প্রথমবার করলাম। আমার সাইকোলজি বিষয়টা খুব পছন্দ। আর থ্রিলার বাঙালির পছন্দ। 

আপনাকে ঘিরে গল্প?
এই ছবির মুখ্য চরিত্রের নাম রঞ্জন। তাকে ঘিরে গল্প। একটা দুর্ঘটনা ঘটে। তাতে রঞ্জন স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। তারপর থেকে রঞ্জনের জীবনে বেশ কিছু সন্দেহজনক ঘটনা ঘটতে থাকে। থ্রিলার তো, তাই আমার চরিত্র নিয়ে এখনই কিছু বলতে চাই না।

টলিউডে তো গত কয়েক বছর ধরে থ্রিলারের রমরমা?
দেখুন, বাঙালি বরাবরই থ্রিলার পছন্দ করে। ফেলুদা, ব্যোমকেশ, এমনকী টিনটিনও। ফলে বাঙালির মগজে গোড়াতেই থ্রিলারের অনুভূতিটা ঢুকিয়ে দেওয়া হয়। সেজন্য ১০০টা সিনেমা হলে ৯০টাই হয়তো থ্রিলার। তবে থ্রিলার বানালেই হয় না। সেটা একটু ঘুরিয়ে ফিরিয়ে এক্সপেরিমেন্ট করে বানাতে হয়। কারণ ব্যবসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

২০১৬-এ শেষবার টেলিভিশন করেছেন, সেখানে ফেরার প্ল্যান রয়েছে?
না। এখনই টেলিভিশনে ফেরার কোনও প্ল্যান নেই। সিনেমার কাজ নিয়ে ভালো আছি। আমি আসলে খুবই ঘরকুনো, অলস। নিজের মধ্যে থাকতেই পছন্দ করি। তার মধ্যে থেকেই আশা করি আরও ভালো ভালো সিনেমা হবে এবছর। 
স্বরলিপি ভট্টাচার্য
17d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা