খেলা

দেশের মাটিতে কঠিন পরীক্ষার সামনে নীরজ চোপড়া

চণ্ডীগড়: আগামী সেপ্টেম্বরে গ্লোবাল জ্যাভেলিন আয়োজন করতে চলেছে অ্যাথলেটিকস ফেডারেশন অব ইন্ডিয়া (এএফআই)। সূত্রের খবর, বিশ্বের সেরা দশ জ্যাভেলিন থ্রোয়ার এই টুর্নামেন্টে অংশ নেবেন। গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স, জার্মানির জুলিয়ান ওয়েবারের মতো তারকাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। তাই ঘরের মাঠে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে নীরজ চোপড়া। আন্তর্জাতিক মিটে ভারতীয় মহাতারকাকে বারবার বেগ দিয়েছেন তাঁরা। উল্লেখ্য, টোকিও ওলিম্পিকসে জ্যাভেলিন থ্রোয়ে সোনা জিতে দেশকে গর্বিত করেন নীরজ। চার বছর পর প্যারিসে তাঁকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে ওঠে। আইফেল টাওয়ারের শহরে অবশ্য হাতছাড়া হয় সোনা। প্যারিস গেমসে রুপো জিতেই সন্তষ্ট থাকতে হয় নীরজকে। এবার ঘরের মাঠে খেতাব জয়ের হাতছানি ভারতীয় অ্যাথলিটের সামনে। 
২০২৯ সালের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ আয়োজনে ইতিমধ্যেই উৎসাহ দেখিয়েছে ভারত। এমনকী, ২০২৮ সালের ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ আয়োজনের দাবিদারও তারা। মনে করা হচ্ছে, আসন্ন গ্লোবাল চ্যাম্পিয়নশিপ তারই কার্টেন রেজার। একই ছাতার নীচে বিশ্বের সেরা জ্যাভেলিন থ্রোয়ারদের শক্তি বুঝে নিতে চান আয়োজকরা। অ্যাথলেটিকস সংস্থার বিদায়ী সভাপতি সুমারিওয়ালা জানিয়েছেন তাঁরা তৈরি। তাঁর মন্তব্য, ‘দারুণভাবে মিট আয়োজনের চেষ্টা করা হচ্ছে। ওয়ার্ল্ড হাফ ম্যারাথনও আয়োজন করতে চাই। নির্দিষ্ট পদ্ধতি মেনে বিড করা হবে।’ এদিকে, নীরজের কোচ হিসেবে জান  জেলেজনিকে বছরভর রাখতে চাইছে না ফেডারেশন। সুমারিওয়ালা বলেছেন, ‘এখন বিশ্বে কোনও কোচই ৩৬৫ দিন একজন অ্যাথলিটের সঙ্গে থাকেন না। নীরজের যখন দরকার পড়বে তখন আসবে জেলেজনি। নীরজ এখন যে অবস্থায় রয়েছে তাতে ওর স্ট্রেংথ ট্রেনিং, কন্ডিশনিং, বায়োমেকানিক্স, রানিং, থ্রোয়িং— সব বিভাগেই বিভিন্ন কোচের সহায়তা প্রয়োজন।’
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা