খেলা

পিঠের ব্যথা ভোগাচ্ছে বুমরাহকে

নয়াদিল্লি: ২০১৮ সালে কেপটাউনে টেস্ট অভিষেক যশপ্রীত বুমরাহর। আর এই ফরম্যাটে কেরিয়ারের শুরু থেকেই চোট-আঘাত তাঁর সঙ্গী। আসলে বুমবুমের বোলিং অ্যাকশনই এমন যে চোট পাওয়ার আশঙ্কা থাকে। প্রাক্তন পেসারদের অনেকেই অতীতে এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। আর সেই উদ্বেগকে সত্যি প্রমাণ করেই বারবার চোটের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে বুমরাহকে। গত রবিবার সিডনিতে বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম টেস্টের তৃতীয় দিনে বলই করতে পারেননি বুমবুম। ফলে অস্ট্রেলিয়া ১৬২ রানের টার্গেটে পৌঁছে যায় সহজেই। বুমরাহর অনুপস্থিতিতে ধার হারায় ভারতীয় আক্রমণ। এই পরিস্থিতিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে চলছে জল্পনা। কবে মাঠে ফিরবেন তিনি, সেটাও অনিশ্চিত। ফেব্রুয়ারিতে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু সেই আসরে বুমরাহর খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
তাৎপর্যের হল, বারবার পিঠের চোটই ভুগিয়েছে তাঁকে। কখনও আবার কোমরের সমস্যাও ছিটকে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে। অতীতে যখনই চোট পেয়েছেন ডানহাতি পেসার, তখনই সুস্থ হয়ে মাঠে ফিরতে সময় লেগেছে তাঁর। ২০১৮ সালে যেমন বুড়ো আঙুলের চোটের জন্য তিন সপ্তাহ থাকতে হয়েছিল বাইরে। পরের বছর ক্যারিবিয়ানে পাওয়া লোয়ার-ব্যাক স্ট্রেস ফ্র্যাকচার বা কোমরের চোট তিন মাসের জন্য বসিয়ে দেয়। ২০২২ সালের আগস্টে ফের মাথাচাড়া দেয় পিঠের চোট। ২০২৩ সালের গোড়ায় অস্ত্রোপচারও হয় তাঁর। চার মাস রিহ্যাবের পর ফেরেন তিনি। সব মিলিয়ে প্রায় বছরখানেক খেলতে পারেননি বুমরাহ।
৩১ বছর বয়সি অবশ্য চোটের পর প্রতিবারই ফিরেছেন আরও পরিণত বোলার হিসেবে। তবে ডনের দেশে তাঁকে ভোগায় অতিরিক্ত ওয়ার্কলোডও। তিনি একাই কার্যত লড়াইয়ে রেখেছিলেন টিম ইন্ডিয়াকে। কিন্তু সিরিজের শেষ দিনেই বল করার মতো অবস্থায় ছিলেন না।
21h 21m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা