খেলা

নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা

নয়াদিল্লি: হরমনপ্রীত কাউর বিশ্রামে। তাই ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারতীয় মহিলা দলকে নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা। ১০ জানুয়ারি রাজকোটে শুরু সিরিজ। বাকি দু’টি ম্যাচও (১২ ও ১৫ জানুয়ারি) হবে একই মাঠে। স্মৃতির ডেপুটি ঘোষিত হয়েছেন দীপ্তি শর্মা। এই সিরিজে হরমনপ্রীতের মতোই বিশ্রামে রয়েছেন পেসার রেনুকা সিং। 
ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজে হাঁটুতে চোট পেয়েছিলেন হরমনপ্রীত। ফলে শেষ দু’টি টি-২০ ম্যাচে খেলতে পারেননি। তার আগে অক্টোবরে মহিলাদের টি-২০ বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় ঘাড়ে চোট পান ৩৫ বছর বয়সি। এই পরিস্থিতিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচে দশ উইকেট নিয়ে সিরিজের সেরা হওয়া রেনুকাও ভুগছেন চোট-আঘাতে। পিঠে সমস্যা রয়েছে তাঁর। ওয়ার্কলোড কমাতেই এই সিরিজে দলে রাখা হয়নি ডানহাতি পেসারকে। 
আইরিশদের বিরুদ্ধে দুর্দান্ত ফর্মে থাকা মান্ধানা টস করতে যাবেন। ২৮ বছর বয়সি বাঁ হাতি ওপেনার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে দুটো হাফ-সেঞ্চুরি করেছেন। এরপর তিনটি টি-২০ ম্যাচেই অর্ধশতান করেন তিনি। ঘোষিত দলে জায়গা পাননি শেফালি ভার্মা, রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি। তবে বাংলার রিচা ঘোষ ও তিতাস সাধু রয়েছেন স্কোয়াডে।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা