দেশ

বাজেটে বিপুল বাড়তে পারে আমদানি শুল্ক, বৈশাখেই আকাশ ছোঁবে সোনার দাম?

সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: সামনেই বিয়ের মরশুম। আগামী কয়েক মাসে ব্যাপক বৃদ্ধি পাবে সোনার চাহিদা। প্রভাব পড়তে পারে দামেও। ইতিমধ্যে ৭৪ হাজারের কাছে রয়েছে গহনা সোনার ১০ গ্রামের দর। ঠিক সেই সময় এল দুঃসংবাদ। তবে এই শীতে নয়, আসন্ন গ্রীষ্মকালীন বিবাহ মরশুমের জন্য। বৈশাখেই হলুদ ধাতুর দাম আকাশ ছুঁতে চলেছে বলেই পূর্বাভাস। সৌজন্যে মোদি সরকার তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন! সরকারি সূত্রে জানা যাচ্ছে, আসন্ন বাজেটে বাড়ানো হতে পারে সোনার আমদানি শুল্ক। আগামী অর্থবর্ষের শুরুতে তা কার্যকর হবে। অর্থাৎ, বিবাহের বৈশাখেই মাথায় হাত পড়তে পারে পাত্রীপক্ষের।
২০২৪ সালের জুলাই মাসে বাজেটে সোনা এবং রুপোর আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে একধাক্কায় কমিয়ে ৬ শতাংশে নামিয়ে এনেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্লাটিনাম, প্যালাডিয়ামের মতো ধাতুর আমদানি শুল্কও ১৫ থেকে কমিয়ে সাড়ে ৬ শতাংশ করা হয়। প্রত্যাশিতভাবেই আগস্ট মাসেই তার ফল পাওয়া যায়। একমাসের মধ্যেই ১০৪ শতাংশ বেড়ে যায় সোনা-রুপো আমদানি। আশা ছিল সেই সুযোগের সদ্ব্যবহার করবে শিল্পমহল। সস্তায় সোনা আমদানি করে বেশি মাত্রায় ভারতীয় অলঙ্কার পাঠাবে বিদেশে। সমৃদ্ধ হবে রপ্তানি বাণিজ্য। কিন্তু সেই আশা পূরণ হয়নি। রপ্তানি উদ্বেগজনকভাবে কমছে। আবার অভ্যন্তরীণ বাজারে ক্রমেই বাড়ছে সোনার দাম। এতে চরম ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকার। কারণ তারা বুঝতে পারছে, সস্তার সোনা আমদানি করে দেশেই নানাবিধ উপায়ে তা বিক্রি করে দিচ্ছে সংস্থাগুলি। ভারতের রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান অস্ত্র হীরে, সোনা, রত্নখচিত অলঙ্কার। বিশ্বের ১৫৩টি দেশে যায় শুধু সোনা। বিগত আর্থিক বছরে ভারত শুধুমাত্র হলুদ ধাতু রপ্তানি করেছিল ১৫ কোটি ডলারের। কিন্তু তখন থেকেই হঠাৎ ঘাটতি শুরু হয়েছে অলঙ্কার রপ্তানি বাণিজ্যে। ২২০০ কোটি ডলার মূল্যের গয়না পাঠানো হয়েছে বিদেশে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৫ শতাংশ কম। 
পরিসংখ্যান বলছে, অলঙ্কার, রত্ন রপ্তানি ২৩ শতাংশ কমে গিয়েছে। অথচ নভেম্বর মাসে এসে দেখা যায় সোনা আমদানিতে রেকর্ড বৃদ্ধি, প্রায় ৩০০ শতাংশ। কেন্দ্রীয় সরকারের কাছে তা অস্বাভাবিক বলে মনে হয়েছে। কারণ আমদানির সঙ্গে সঙ্গতি রেখে উৎপাদন এবং রপ্তানিও বৃদ্ধি পাওয়া উচিত। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। এই প্রবণতা কেন? খতিয়ে দেখছে অর্থমন্ত্রক। অলঙ্কারে ‘মেক ইন ইন্ডিয়া’ ব্র্যান্ডকে আরও সম্প্রসারিত করে দ্রুত বিশ্ববাজারকে দখলে আশাবাদী ছিল মোদি সরকার। তা না হওয়ায় আসন্ন বাজেটে আবার সোনা আমদানির উপর শুল্ক বাড়ানোর চিন্তাভাবনা চলছে। সোনার দাম এখনই সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। এরপর হয়তো সোনা কেনা আম জনতার স্বপ্নেরও নাগালের বাইরে চলে যাবে। 
19h 19m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা