দেশ

আটকে জলপাইগুড়ির শ্রমিক সহ ১৫, বাঁচার আশা প্রায় নেই

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি : ‘বাবাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসুন’। কান্নাভেজা চোখে কাতর আর্তি ছোট্ট মেয়ের। অসমের কয়লা খনিতে আটক শ্রমিক মোহন রায়ের মেয়ে সে। বাড়িতে একবেলা খাওয়ার চালটুকু পর্যন্ত নেই। এরমধ্যে সোমবার মোহনের খনিতে আটকে পড়ার খবরে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ডিমা হাসাও জেলার ওই কয়লা খনিতে সোমবার জল ঢুকে যাওয়ায় ১৫ জন শ্রমিক আটকে পড়েছেন। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে সোমবার থেকেই উদ্ধারের কাজে নেমেছে ভারতীয় সেনাও। কিন্তু সাফল্য মেলেনি। পার্বত্য জেলার উমরাংসোর ওই ৩০০ ফুট গভীর খনির ১০০ ফুট জলে ভরে গিয়েছে। উদ্ধারকারী দল ১০-১১ বার চেষ্টা করেও আটক শ্রমিকদের উদ্ধার করতে সক্ষম হয়নি। আধিকারিকরা জানিয়েছেন, বিপর্যয় মোকাবিলা বাহিনী ৫০ ফুট গভীর পর্যন্ত যেতে পারে। এর চেয়ে গভীরে যেতে নৌবাহিনীর প্রয়োজন। সেইমতো মঙ্গলবার বিকেলে নৌসেনার বিশেষজ্ঞ দল উমরাংসোতে পৌঁছয়। ওই খনিটি অবৈধ বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এজন্য উমরাংসো থানার পুলিস ঘটনায় মামলা দায়ের করেছে। পাশাপাশি একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা উদ্ধারকাজে সহযোগিতার জন্য কেন্দ্রীয় কয়লামন্ত্রী জি কিষাণ রেড্ডির সঙ্গে কথা বলেছেন। আটক শ্রমিকদের বেঁচে থাকার আশা খুবই ক্ষীণ বলে প্রশাসনের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে। যদিও হাল ছাড়তে নারাজ উদ্ধারকারীরা। 
 জেলার পুলিস সুপার ময়াঙ্ক কুমার ঝা ‘বর্তমান’কে জানান, ‘মঙ্গলবার রাত পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। নৌ বাহিনীর উদ্ধারকারী দল খনিতে পৌঁছনোর চেষ্টা করছে›। স্থানীয়দের দাবি অনুযায়ী,  অন্তত ১৫ জন শ্রমিক খনিতে আটকে রয়েছেন। যদিও অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৯ শ্রমিক আটকে পড়েছেন খনিতে। তাদের মধ্যে ৮ জন অসমের। একজন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা। অসমের কয়লা ও খনি মন্ত্রী কৌশিক রায় বলেন, ‘এখনও পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। উদ্ধার অভিযান চলছে। এসডিআরএফ, এনডিআরএফ, অসম রাইফেলস, সেনাবাহিনী ও নৌবাহিনীর বিপর্যয় মোকাবিলা দল এখানে রয়েছে। ভারতীয় বায়ুসেনাও মোতায়েন করা হয়েছে। মুখ্যমন্ত্রী সমগ্র পরিস্থিতির উপর নজর  রাখছেন। আটকদের উদ্ধারের জন্য সব ধরনের প্রচেষ্টা চলছে।’
অসমের কয়লাখনিতে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে সেনা। পিটিআই 
14h 14m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা