রাজ্য

কাঁটাতারের বেড়া দিতে বাধা বিজিবির, স্লোগানে উত্তপ্ত কালিয়াচক সীমান্ত এলাকা

নিজস্ব প্রতিনিধি, মালদহ: সীমান্তের ওপার থেকে প্ররোচনা ছিলই। এবার সরাসরি সংঘাত। সাম্প্রতিক উত্তেজনার আবহে এবার রণক্ষেত্রে নামার উস্কানি এল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিক থেকে। কালিয়াচকের বৈষ্ণবনগর থানা এলাকায় কুম্ভীরা পঞ্চায়েতের শুকদেবপুরে উন্মুক্ত সীমান্তে কাঁটাতার বসাতে গেলে বিএসএফকে বাধা দেয় বিজিবির জওয়ানরা। তাদের দাবি, বাংলাদেশের এলাকায় দেওয়া হচ্ছিল বেড়া। সঙ্গে ওপার থেকে লাগাতার ভারত বিরোধী স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজিবির প্ররোচনার পর চুপ থাকেননি এপারের ভারতীয়রা। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাল্টা বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে শুরু করেন। ক্ষুব্ধ ভারতীয়রা কার্যত তেড়ে যায় বাংলাদেশিদের দিকে। এদিকে, এদিন বাংলাদেশের সংবাদমাধ্যম দাবি করে, ভারত নাকি সেদেশের ঝিনাইদহের মাটিলা গ্রামের ৫ কিমি অংশ দখল করে নিয়েছে। পরে বিজিবি সেই এলাকা পুনর্দখল করে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে বিএসএফ।
মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া মঙ্গলবার বলেন, কাজ শুরু করতে পেরেছি আমরা। কাজটা যাতে দ্রুত শেষ হয়, সেটা নিশ্চিত করা হচ্ছে। প্রসঙ্গত, বাংলাদেশ সীমান্তের যে অংশ কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে, সেই অংশের উল্টোদিকে রয়েছে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ এলাকা। ভারতীয় নোট জাল কারবারের মূল ‘স্ট্যাক ইয়ার্ড’ বলে যা পরিচিত। এপারের গোয়েন্দারা বলছেন, এদিন বাংলাদেশের দিকে জাল নোট কারবারে যুক্ত গ্রামবাসীরাই মূলত বিক্ষোভ দেখিয়েছে।  
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বিএসএফের ১১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সঙ্গে নিয়ে শুকদেবপুরে উন্মুক্ত সীমান্তে কাঁটাতার বসানোর কাজ শুরু করে সিপিডব্লুডি। বিষয়টি নজরে আসতেই কাজে বাধা দেয় বিজিবি। তারা ওই জমিটিকে বাংলাদেশের বলে দাবি করে। বিজিবি জওয়ানরা বিএসএফ এবং সিপিডব্লুডিকে বাধা দিতেই ওপারের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ গ্রামের বাসিন্দারাও সীমানার কাছাকাছি চলে আসেন। তাঁরা ক্রমাগত ভারত বিরোধী স্লোগান দিতে শুরু করেন। পাল্টা এদিকের ভারতীয় গ্রামের বাসিন্দারাও স্লোগান দেন। উত্তপ্ত পরিস্থিতির কারণে উন্মুক্ত সীমান্তে কাঁটাতার বসানোর কাজ বন্ধ হয়ে যায়। ইতিমধ্যেই ওই ঘটনার একটি ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’)। পরিস্থিতি উত্তপ্ত হলে মঙ্গলবার সকালে বিজিবির সঙ্গে আলোচনায় বসে বিএসএফ। সীমান্তের যে অংশে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, তা ভারতের অংশ বলে বিজিবিকে তথ্যপ্রমাণ সহ বুঝিয়ে দেয় বিএসএফ। মঙ্গলবার সকাল থেকে পুনরায় কাঁটাতার বসানোর কাজ শুরু হয়। ডেপুটি কমান্ডান্ট হনুমান প্রসাদ বলেন, কাঁটাতারের বেড়া দেওয়ার সময় বাধা এসেছিল। দু’পক্ষ আলোচনা করে সমস্যা মিটেছে।
মালদহে ৩১.৫৫ কিলোমিটার উন্মুক্ত সীমান্ত রয়েছে। এলাকার অধিকাংশই জেলার হবিবপুর ব্লকের অধীনে। হবিবপুর ব্লকের ২৩ টি এবং কালিয়াচক-৩ নম্বর ব্লকের একটি মৌজায় কাঁটাতারের বেড়া বসানো হবে। এরজন্য ২৫২.১০ একর জমির প্রয়োজন। ‘ইন্দো-বাংলাদেশ বর্ডার ফেন্সিং প্রজেক্ট’ এর জন্য  গত জানুয়ারি মাসেই অনুমোদন দিয়েছে রাজ্য ক্যাবিনেট। কাঁটাতার বসানোর জন্য কালিয়াচক-৩ নম্বর ব্লকের ২.২৫ কিলোমিটার জমি চিহ্নিত করা হয়েছে। হবিবপুর ব্লকে সেই এলাকা ২৯.৩০ কিলোমিটার। প্রশাসন ইতিমধ্যেই জমি চিহ্নিত করে গ্রামবাসীদের কাছ থেকে কিনে কেন্দ্রের পূর্ত দপ্তরকে হস্তান্তর করে দিয়েছে।
14h 14m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা