রাজ্য

সমস্ত পুরসভায় শুরু হচ্ছে ‘অম্রুত-মিত্র’ , আয়ের সুযোগ বাড়বে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পানীয় জল সরবরাহ, জলাশয় এবং পার্ক দেখভালের জন্য ‘অম্রুত-মিত্র’ নামে একটি প্রকল্প শুরু হতে চলেছে প্রতিটি পুরসভায়। এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিযুক্ত করা হবে। কোন ওয়ার্ডের জন্য  কতজন মহিলা নিয়োগ করতে হবে, তা ঠিক করবে পুর কর্তৃপক্ষ। এক-একটি পার্ক দেখভালের জন্য কমপক্ষে দু’জন করে মহিলাকে নিয়োগ করা হবে। ইতিমধ্যে বিভিন্ন পুরসভার কাছে পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে ‘অম্রুত-মিত্র’ প্রকল্পের নির্দেশিকা পৌঁছে গিয়েছে। পুরসভাগুলি তাদের পরিকল্পনা জমা দিতে শুরু করেছে বলে খবর। এর ফলে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের আয়ের সুযোগ বাড়বে বলে মনে করছে পুরদপ্তর। 
‘অম্রুত’ প্রকল্পের অধীনে বিভিন্ন পুরসভায় ইতিমধ্যে জলের মিটার বসানো শুরু হয়েছে। সেই মিটার রক্ষণাবেক্ষণ এবং মিটারের মাধ্যমে কত পরিমাণ জল খরচ হচ্ছে, তার হিসেব রাখবেন ‘অম্রুত মিত্র’ প্রকল্পের মহিলা কর্মীরা। এছাড়া, পুরসভার অধীন পার্ক এবং জলাশয়গুলি দেখভাল করবেন তাঁরা। ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের (এনইউএলএম) অধীনে এই প্রকল্পটি চলবে বলে জানা গিয়েছে। বিভিন্ন পুরসভা থেকে পাঠানো পরিকল্পনা রিপোর্ট নগরোন্নয়ন মন্ত্রকের কাছে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন মিললেই ‘অম্রুত মিত্র’ প্রকল্পের সূচনা হয়ে যাবে বলে জানা গিয়েছে।
রাজ্যের পুরসচিব গোলাম আনসারি বলেন, ‘এই প্রকল্পের চূড়ান্ত পরিকল্পনা চলছে।’ অম্রুত প্রকল্পের রাজ্য মিশন ডিরেক্টর বদ্রীনারায়ণ কর বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ১৭টি পুরসভায় পাইলট প্রজেক্ট শুরু করছি। তারপর সব পুরসভায় করা হবে। এক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রতিদিন ৩০০ -৪০০ টাকা করে পাবেন। ইতিমধ্যে ৬-৭টি পুরসভার প্রজেক্ট রিপোর্ট চলে এসেছে। সেগুলি পাঠিয়ে দিয়েছি।’ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কথায়, ‘আমাদের প্রধান উদ্দেশ্য হল গরিব মহিলাদের আর্থিক সংস্থান বৃদ্ধি করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চান, মহিলারা আর্থিক দিক দিয়ে সবল হোন। তাই অম্রুত মিত্র প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিযুক্ত করা হবে। কতজন লাগবে বা কোন কোন স্বনির্ভর গোষ্ঠীকে দায়িত্ব দেওয়া হবে, তা ঠিক করবে সংশ্লিষ্ট পুরসভা।’ 
14h 14m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা