রাজ্য

পরিবেশ বান্ধব শিল্প গড়তে নীতি এনেছে রাজ্য, দাবি শশীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এরাজ্যে যাতে পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন করা যায়, তার জন্য চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যে দু’টি নীতি এনেছে, যেগুলি হল ‘গ্রিন হাইড্রোজেন পলিসি’ এবং ‘নিউ অ্যান্ড রিনিওবল এনার্জি ম্যানুফ্যাকচারিং প্রমোশন পলিসি’। কর্বন নির্গমন কম হয়, এমন শিল্প গড়তে সরকার জমির কনভার্সান ফি, স্ট্যাম্প ডিউটি ও বিদ্যুৎ খরচ কমিয়েছে। বণিকসভা আইসিসি আয়োজিত এক অনুষ্ঠানে এমনই দাবি করলেন শিল্পমন্ত্রী শশী পাঁজা। তিনি জানান, বাড়ি বাড়ি পাইপ বাহিত রান্নার গ্যাস সরবরাহ করার পরিকল্পনা করছেন তাঁরা। মন্ত্রী এদিন বলেন, তাঁরা যেমন ইলেকট্রিক গাড়ির ব্যবহার বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছেন, তেমনই গ্রিন বিল্ডিং তৈরির উপরও জোর দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বাড়িটি যেমন পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তৈরি হবে, তেমনই বাড়িটি ব্যবহারের সময় যাতে সর্বাধিক বিদ্যুৎ সাশ্রয় হতে পারে, সেই দিকটিও দেখা হবে। পাশাপাশি ই-বর্জ্য ব্যবস্থাপনাতেও নজর বাড়াচ্ছে রাজ্য, জানিয়েছেন তিনি। শশী বলেন, বস্ত্র শিল্পে প্রচুর বর্জ্য উৎপন্ন হয়। সেগুলিকে বিকল্প কাজে ব্যবহারে ভালো সাফল্য পাচ্ছে রাজ্য। ওই অনুষ্ঠানে পরিবেশ দপ্তরের দায়িত্বে থাকা অতিরিক্ত মুখ্যসচিব রোশনি সেন বলেন, পূর্ব কলকাতার ধাপা এলাকা একসময় শুধু আবর্জনার ঠিকানা ছিল। তা এখন শক্তি উৎপাদনে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি প্রতিদিন পাঁচ টন জৈব বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে, যা থেকে রাস্তার আলো জ্বালানো সম্ভব হচ্ছে। সুন্দরবন এলাকাতেও বায়ো গ্যাস উৎপাদন কেন্দ্র চালু হয়েছে, যেখান থেকে প্রত্যন্ত গ্রামে সুষ্ঠুভাবে বিদ্যুৎ পৌঁছচ্ছে। 
16h 16m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা