রাজ্য

কংগ্রেস থেকে বহিষ্কার প্রসঙ্গে প্রদীপের মন্তব্যেই সিলমোহর মমতার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘কংগ্রসকে আজও প্রায়শ্চিত্ত’ করতে হচ্ছে। দল থেকে বহিষ্কার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য যে মন্তব্য করেছিলেন, তা ‘সঠিক’ বলেই জানালেন তৃণমূল সুপ্রিমো। ফলে কংগ্রেস যে নিজের ভুলেই আজ রাজনৈতিক পরিমণ্ডলে শোচনীয় পরিস্থিতিতে পড়েছে, তা দু’জনের পর্যবেক্ষণেই উঠে এল।
কংগ্রেসের ‘ঐতিহাসিক ভুল’-এর কথা সম্প্রতি খোলা মঞ্চ থেকে তুলে ধরেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। ১৯৯৭ সালে কংগ্রেস থেকে মমতাকে বহিষ্কারের সেই ঘটনা প্রকাশ্যে রোমন্থন করেছেন প্রদীপবাবু। তাঁর বক্তব্য, সেদিন সীতারাম কেশরী চাপ সৃষ্টি করেছিলেন। সোমেন মিত্রকে বাধ্য করা হয়েছিল মমতাকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করার জন্য। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত কংগ্রেসকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাদ থেকে কবে, কখন, কীভাবে কংগ্রেস উঠে আসবে।
প্রদীপবাবুর এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন বছরের শুরুতেই আলোড়ন ফেলে দিয়েছে। এই ব্যাপারে মঙ্গলবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রদীপ ভট্টাচার্য ঠিক কথাই বলেছেন।’মমতার বক্তব্যের পর প্রদীপবাবু উল্লেখ করেছেন, ‘যেটা সত্য আমি সেটাই তুলে ধরেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিন কংগ্রেস থেকে বহিষ্কার করার বিরুদ্ধে আমি মত দিয়েছিলাম। কিন্তু দিল্লির কংগ্রেস নেতৃত্বের চাপে প্রদেশ কংগ্রেস সভাপতি সেদিন ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন।’ মমতা ও প্রদীপের বক্তব্যের সূত্র ধরে রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের ভুল পদক্ষেপের জন্যই দলের আজ শোচনীয় হাল। পশ্চিমবঙ্গ ও দেশের বিভিন্ন রাজ্যে কংগ্রেসের সংগঠন ক্রমশ ক্ষষিষ্ণু থেকে ক্ষয়িষ্ণুতর হচ্ছে।
15h 15m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা