খেলা

ঘরের মাঠে হোয়াইটওয়াশ বেশি লজ্জার, মন্তব্য যুবির

দুবাই: বর্ডার-গাভাসকর ট্রফিতে ভরাডুবির পর ঘরে-বাইরে সমালোচনার মুখে টিম ইন্ডিয়া। তবে যুবরাজ সিং মনে করছেন, অস্ট্রেলিয়ার কাছে হারের চেয়েও দেশের মাটিতে টেস্টে নিউডিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ বেশি লজ্জার। বিশ্বকাপজয়ী প্রাক্তন তারকার মন্তব্য, ‘অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল। তাদের দেশে গত দু’বার আমরা টেস্ট সিরিজ জিতেছিলাম। এবার হেরেছি। এটা মেনে নেওয়া যায়। কিন্তু দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ০-৩ হারটা কিছুতেই মানতে পারছি না। কারণ, টেস্টে হোম সিরিজে আমরা বরাবর দাপট দেখিয়ে এসেছি।’
নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের হারের প্রধান কারণ ব্যাটিং ব্যর্থতা। বিশেষ করে বিরাট কোহলি ও রোহিত শর্মার ফর্মে না থাকাটা ভুগিয়েছে। শেষ টেস্টে তো নিজেই ডাগ-আউটে বসার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। তার জেরে এই মহাতারকাদের বাদ দেওয়ার সওয়ালও করতে শুরু করেছেন অনেক প্রাক্তন ক্রিকেটার। তবে যুবরাজ সিং অবশ্য ব্যতিক্রম। রোহিত-বিরাটের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আধুনিক ক্রিকেটের দুই গ্রেট ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। অতীতে দলের জন্য ওরা কী করেছে তা মানুষ ভুলে গিয়েছেন। আসলে খারাপ সময়ে সমালোচনা করাটা সহজ। কিন্তু ওরা আমার কাছে পরিবারের মতো। দু’জনেরই পাশে আমি রয়েছি।’ পাশাপাশি সিডনি টেস্টে রোহিতের না খেলার সিদ্ধান্তকে সমর্থন করেছেন যুবি। তাঁর বক্তব্য, ‘কোনও ক্যাপ্টেন নিজেকে টিম থেকে সরিয়ে নিচ্ছে, এমনটা দেখিনি। আসলে রোহিত নিজের কথা না ভেবে টিমকে আগে রেখেছে। ও অসাধারণ অধিনায়ক। এই ব্যাপারে কোনও সংশয় নেই। ওর নেতৃত্বে ভারত ওডিআই বিশ্বকাপের ফাইনালে খেলেছে। টি-২০ বিশ্বকাপ জিতেছে।’
কঠিন সময় কাটিয়ে ভারতের ঘুরে দাঁড়ানোর ব্যাপারেও আশাবাদী যুবি। তাঁর মন্তব্য, ‘দক্ষ হাতেই ভারতীয় ক্রিকেট রয়েছে। তাই চিন্তার কোনও কারণ নেই।’
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা