বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

মর্মান্তিক! বিবাহবার্ষিকীর পার্টি সেরে একইসঙ্গে আত্মঘাতী দম্পতি

নাগপুর, ৮ জানুয়ারি: বাড়িতেই আয়োজন করা হয়েছিল নিজেদের ২৬তম বিবাহবার্ষিকীর পার্টি। উপস্থিত ছিলেন বেশ কিছু অতিথি। কাটা হয় কেক। অনেক রাত অবধিই চলে সেই অনুষ্ঠান। এরপর পার্টি শেষে বাড়ি ফাঁকা হতেই একইসঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লেন দম্পতি। মর্মান্তিক ঘটনাটি ঘটে গত সোমবার রাতে মহারাষ্ট্রের নাগপুরের মার্টিননগর কলোনিতে। সেখানেই থাকতেন বছর ৫৭-র জেরিল ড্যামসন অস্কার মনক্রিফ এবং তাঁর স্ত্রী ৪৬ বছরের অ্যান। জেরিল পেশায় একজন কুক।
গতকাল মঙ্গলবার নিজেদের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় দম্পতির নিথর দেহ। পুলিস জানিয়েছে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। তবে কেন যে তাঁরা সেই রাতেই আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। সুইসাইড নোটে এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে কোনও তথ্য উল্লেখ করা হয়নি। এছাড়া তাঁদের স্যোশাল মিডিয়া পোস্টেও মৃত্যুর আগে যুগলে একটি ভিডিও পোস্ট করেন।
জেরিলদের স্যোশাল মিডিয়া পোস্ট দেখেই অনেকে তাঁদের ফ্ল্যাটে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিসেও। দেখা যায় ফ্ল্যাটের রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় ছিল জেরিলের দেহ। আর তাঁর স্ত্রীর দেহ ছিল সোফার উপর শোয়ানো। তাঁকে আবার ফুল দিয়ে সাজানোও  হয়েছিল। শুধু তাই নয় ২৬  বছর আগের বিয়ের সেই পোশাকই এদিন তাঁরা পরেছিলেন।
প্রাথমিকভাবে পুলিসের অনুমান, প্রথমে গলায় দড়ি দেন মহিলাই।  এরপর তাঁর মৃতদেহ নামিয়ে সোফার উপর রাখেন জেরিল। স্ত্রীর মৃতদেহ ফুল দিয়েও সাজান। তারপর একইভাবে আত্মঘাতী হন জেরিলও।
পুলিস জানিয়েছে, তাঁদের শেষ ইচ্ছানুযায়ী দু’জনের মরদেহ একই কফিনে শুইয়ে কবর দেওয়া হয়। কিন্তু কেন যে তাঁরা এমন কঠিন সিদ্ধান্ত নিলেন তা এখনও স্পষ্ট নয়। শুরু হয়েছে তদন্ত।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৮ টাকা৮৬.৭২ টাকা
পাউন্ড১০৫.৩২ টাকা১০৯.০৫ টাকা
ইউরো৮৭.১৯ টাকা৯০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা