বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

প্রস্তুত নয় চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু, প্রবল চাপে পাকিস্তান

লাহোর: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র ৪৩ দিন। ১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। পরের দিন ভারত অভিযান শুরু করবে বাংলাদেশের বিরুদ্ধে। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। ভারত খেলবে দুবাইয়ে। পাকিস্তানের তিনটি ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি। সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য বেছে নেওয়া হয়েছে গদ্দাফি স্টেডিয়ামকে। তবে ভারত শেষ চারে কিংবা খেতাবি লড়াইয়ে পৌঁছলে সংশ্লিষ্ট ম্যাচ দু’টি হবে দুবাইয়ে।
তারই মধ্যে নতুন চিন্তায় পড়েছে আয়োজক পাকিস্তান। এখনও প্রস্তুত নয় সে দেশের ভেন্যুগুলি। তাই প্রয়োজনে পুরো টুর্নামেন্টই সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নিয়ে যেতে পারে আইসিসি। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে কাজের গতিপ্রকৃতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য। আসলে পাকিস্তানের তিনটি ভেন্যুর কাজ ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল। সরকারিভাবে ১২ ফেব্রুয়ারি এই তিনটি স্টেডিয়ামের দায়িত্ব পাওয়ার কথা আইসিসি’র। কিন্তু প্রস্তুতির যা বেহাল দশা, তাতে পিসিবি’র পক্ষে ডেডলাইন রক্ষার সম্ভাবনা কম। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার হাতে কবে তারা স্টেডিয়াম তুলে দিতে সফল হবে, তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। ভেন্যুগুলিতে এখনও কাজ চলছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কংক্রিটের স্তূপ। নতুন ফ্লাডলাইট বসানোর কাজ সম্পূর্ণ হয়নি। গদ্দাফি স্টেডিয়ামের নবনির্মিত গ্যালারিতে দর্শকাসনও তৈরি নয়। করাচি এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়ামেরও অনেক কাজ বাকি। এই অবস্থায় আইসিসি কর্তাদের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। চাপে পড়ে পিসিবি চেয়ারম্যান নিয়মিত ঢুঁ মারছেন স্টেডিয়ামগুলিতে। কথা বলছেন ইঞ্জিনিয়ারদের সঙ্গে। আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে গেলে মুখ পুড়বে পাকিস্তানের। ভবিষ্যতে আর কোনও বড় টুর্নামেন্ট আয়োজনের সুযোগও তারা হয়তো আর পাবে না। তাই দিন-রাত এক করে দ্রুততার সঙ্গে কাজ শেষের চেষ্টা চলছে। পিসিবি কর্তারা আশাবাদী, যথাসময়ে কাজ শেষ হয়ে যাবে। তবে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ মুলতানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে পিসিবি। তাতে জল্পনা আরও বেড়েছে। তাই পরিস্থিতির উপর নজর রাখছে আইসিসি। একই সঙ্গে চলছে বিকল্প চিন্তাভাবনাও। পাকিস্তান যদি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্ধারিত সময়ে ভেন্যু হ্যান্ডওভার করতে না পারে, তাহলে টুর্নামেন্ট আরব আমিরশাহিতে স্থানান্তরিত হতে পারে।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৮ টাকা৮৬.৭২ টাকা
পাউন্ড১০৫.৩২ টাকা১০৯.০৫ টাকা
ইউরো৮৭.১৯ টাকা৯০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা