বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

১ কোটি ছাড়াবে ‘কন্যাশ্রী’, স্বপ্ন মুখ্যমন্ত্রীর, ইতিমধ্যে উপকৃত ৮৯ লক্ষ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকার যখন শিক্ষার বিভিন্ন স্তরে বাজেট ছেঁটে দিচ্ছে, তখন এ রাজ্যে উপুড়হস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘কন্যাশ্রী’ প্রাপকের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন তিনি। বুধবার আলিপুর ধনধান্য স্টেডিয়ামে ‘স্টুডেন্ট উইক’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি তাঁর এই স্বপ্নের কথা জানান। স্কুলস্তর থেকে শুরু করে উচ্চশিক্ষার যে কোনও পর্যায়ে অর্থ যাতে কোনও অন্তরায় না হয়, সেই লক্ষ্যে যে প্রকল্পগুলি সরকার এনেছে, তার একটি পরিসংখ্যান তুলে দেন তিনি।
তিনটি ধাপে কন্যাশ্রী প্রকল্পের টাকা পায় ছাত্রীরা। মুখ্যমন্ত্রী হিসেব দেন, ইতিমধ্যে ৮৯ লক্ষ ছাত্রী এই বৃত্তি পেয়েছেন। এর জন্য রাজ্য সরকারের খরচ হয়েছে ১৫ হাজার কোটি টাকা। তিনি চান, এই সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যাক। ‘সবুজ সাথী’র সাইকেল এখনও পর্যন্ত পেয়েছেন ১ কোটি ২৭ লক্ষ পড়ুয়া। মুখ্যমন্ত্রী জানান, এ বছরের সাইকেলও তৈরি। জানুয়ারির শেষে, তাঁর আলিপুরদুয়ার সফরের সময় থেকে আনুষ্ঠানিকভাবে স্কুলে দেওয়া শুরু হবে সাইকেলগুলি। সমাজের বিভিন্ন স্তরের পড়ুয়াদের জন্য রয়েছে বৃত্তি। ‘ঐক্যশ্রী’ স্কলারশিপ দেওয়া হয় সংখ্যালঘু পড়ুয়াদের। এখনও পর্যন্ত ৪ কোটি ১৫ লক্ষ পড়ুয়াকে এই বৃত্তি দেওয়া হয়েছে। তাতে সরকারের খরচ হয়েছে ৮ হাজার ৯৩৬ কোটি টাকা। ‘শিক্ষাশ্রী’ প্রকল্পটি তফসিলি জাতির পড়ুয়াদের জন্য। এখনও পর্যন্ত ১ কোটি ৩৯ লক্ষ পড়ুয়া এই বৃত্তি পেয়েছেন। খরচ হয়েছে ১ হাজার ৬৩ কোটি টাকা। অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য বরাদ্দ ‘মেধাশ্রী’ প্রাপকের সংখ্যা ৬ লক্ষ ৬৮ হাজার। এর জন্য ব্যয় হয়েছে ৫৩ কোটি ৪৩ লক্ষ টাকা।
এসব ছাড়াও রয়েছে ‘স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ’। সেটি পেয়েছেন ৩২ লক্ষ ৬০ হাজার পড়ুয়া। আর স্টুডেন্টস ক্রেডিট কার্ড পেয়েছে ৮১ হাজার পড়ুয়া। বিনামূল্যে ব্যাগ, বই, জুতো এবং পোশাকের সেট  দেওয়া হয়েছে ১৮ কোটি। এর পাশাপাশি রয়েছে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের অধীনে একাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠান গানে-কবিতায় জমজমাট করে তোলেন তৃণমূলের সেলেব্রিটি এমএলএ, এমপিরা। বিশেষ করে দেব অনুষ্ঠানে যোগ দেওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়ে পড়ুয়ারা। সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে নিয়ে উপস্থিত ছিলেন কোচ সঞ্জয় সেন। ছিল ট্রফিটিও। জয়ী দলের সদস্যদের পুলিসের অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টর পদে চাকরির চিঠি তুলে দেওয়া হয়।
15h 15m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৮ টাকা৮৬.৭২ টাকা
পাউন্ড১০৫.৩২ টাকা১০৯.০৫ টাকা
ইউরো৮৭.১৯ টাকা৯০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা