বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

প্রতিপক্ষের গোয়েন্দাগিরি রুখতে তৎপর ইস্ট বেঙ্গল

সঞ্জয় সরকার, কলকাতা: বছর আটেক আগের কথা। আই লিগে অ্যাওয়ে ম্যাচ খেলতে এসে ইস্ট বেঙ্গলের অনুশীলনে সহকারীকে পাঠিয়েছিলেন আইজলের কোচ খালিদ জামিল। এমনকী, লাল-হলুদের দায়িত্বে থাকাকালীন বড় ম্যাচের আগে বিপক্ষের নাড়িনক্ষত্র জানার চেষ্টায় থাকতেন তিনি। বুধবার যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে ফিরল সেই স্মৃতি। ইস্ট বেঙ্গলের অনুশীলন তখন সবে শুরু। পাশের মাঠেই বেঙ্গালুরু ম্যাচের প্রস্তুতি সারছে মহমেডান স্পোর্টিং। হঠাৎই চোখ টানলেন মাঠের ধারে দাঁড়িয়ে থাকা লাল-হলুদের এক সাপোর্ট স্টাফ। স্টেডিয়াম সংলগ্ন পাঁচতারা হোটেলের দিকে মুখ করে কিছু দেখার চেষ্টা করছেন তিনি। কয়েক মিনিট বাদেই পকেট থেকে বেরল মুঠোফোন। তাক করে রইলেন হোটেলের জানালার দিকে। এরপর ডেকে নিলেন দলের ফটোগ্রাফারকে। এবার ক্যামেরা দিয়ে হোটেলের জানালায় দাঁড়িয়ে থাকা ব্যক্তির ছবি তুলে তা দেখালেন কোচ অস্কারকে। দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ চলল আলোচনা। এরপর ফুটবলারদের নিয়ে সোজা মাঠের উল্টো দিকে গিয়ে অনুশীলন চালালেন লাল-হলুদ কোচ। তবে সেই সাপোর্ট স্টাফটি ঠায় সেখানেই দাঁড়িয়ে ছিলেন। আসলে এই হোটেলেই থাকেন মোহন বাগান ফুটবলাররা। আর তাই ডার্বির আগে দলের অনুশীলনে গোপনীয়তা বজায় রাখার জন্যই এই নজরদারি। 
মুম্বই ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে বুধবার ডার্বির প্রস্তুতিতে নেমে পড়ল ইস্ট বেঙ্গল। লাল-হলুদ কোচ হিসেবে বড় ম্যাচেই অভিষেক ঘটেছিল অস্কার ব্রুজোঁর। এরপর তাঁর হাত ধরে আইএসএলে ক্রমশ ঘুরে দাঁড়ায় দল। পরের সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের দৌড়ে টিকে থাকার লড়াই জোরালো করেন ক্লেটনরা। তবে এরপরই ছন্দপতন। অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদের কাছে শেষলগ্নের গোল হজমে পয়েন্ট নষ্ট। তারপর ঘরের মাঠে মুম্বইয়ে কাছে হেরে ফের খাদের কিনারায় ইস্ট বেঙ্গল। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে ডার্বির মঞ্চকেই বেছে নিয়েছেন লাল-হলুদ কোচ। তিনি জানেন, মর্যাদার লড়াইয়ে জয় এক ধাক্কায় অনেকটাই ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াবে। তবে মেগা ম্যাচের আগে আরও একবার চোটের কাঁটায় বিদ্ধ লাল-হলুদ ব্রিগেড।
হাঁটুর চোটে আগেই গোটা মরশুমের জন্য ছিটকে গিয়েছেন মাধি তালাল। তাঁর পরিবর্ত সেলিস কবে আসবেন তা অজানা। অপর তারকা বিদেশি সাউল ক্রেসপো বুধবার শহরে পা রেখেছেন। অনুশীলনে যোগ দিলেও রিহ্যাবে ব্যস্ত রইলেন। ডার্বিতে তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ। এবার আনোয়ার আলির চোট আরও চিন্তা বাড়িয়েছে কোচ অস্কারের। মুম্বই ম্যাচে চোট পান এই তরুণ ডিফেন্ডার। বুধবার ব্যান্ডেজ বেঁধেই অনুশীলনে হাজির হন তিনি। পাশাপাশি শুরু থেকে শৌভিকের খেলা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তাই ডার্বির আগে সব মিলিয়ে রীতিমতো বেসামাল অস্কার। বিশেষজ্ঞদের ধারণা, ঘুরে দাঁড়াতে হলে গুয়াহাটিতে আলৌকিক কিছু করে দেখাতে হবে হিজাজি-হেক্টরদের।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৮ টাকা৮৬.৭২ টাকা
পাউন্ড১০৫.৩২ টাকা১০৯.০৫ টাকা
ইউরো৮৭.১৯ টাকা৯০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা