বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

বড় ম্যাচে গোল করতে চান লিস্টন

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: বুধবারের বারবেলা। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে জোর কদমে ম্যাচ সিচুয়েশনের মহড়া চলছে মোহন বাগানে। হায়দরাবাদ ম্যাচের প্রথম একাদশে দু’টি বদল করে দল সাজিয়ে ছিলেন কোচ হোসে মোলিনা। দীপক টাংরির বদলে দলে ফিরেছেন আপুইয়া। আর সাহাল আব্দুল সামাদের পরিবর্তে মনবীর সিং। প্রতিপক্ষ দলে রয়েছেন গ্রেগ স্টুয়ার্ট ও দিমিত্রি পেত্রাতোস। এমন সময়ে ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে মোলিনার প্রস্তুতিতেও বাজল বারোটার ঘণ্টা। বাঁ প্রান্তে বল ধরে আড়াআড়ি অনিরুদ্ধ থাপাকে লক্ষ্য করে থ্রু বাড়ান লিস্টন। ব্যাক হিলে সেই বল কামিংসকে চালান করেই কাটা কলাগাছের মত মাটিতে লুটিয়ে পড়লেন অনিরুদ্ধ থাপা। মিনিট পাঁচেক পর উঠলেন ফিজিওর কাঁধে ভর করে। চোখেমুখে যন্ত্রণার ছাপ। হাঁটতেও পারছেন না ঠিক করে। পরিস্থিতি যা, বড় ম্যাচে অনিশ্চিত তিনি। তদারকির পর উদ্বিগ্ন কোচ নোটবুক বের করে বেশ কিছুক্ষণ চোখ বুলিয়ে ফের অনুশীলন শুরু করলেন। ডার্বির আগে থাপার চোট যে ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। মাঠ ছাড়ার আগে মোলিনা জানালেন, ‘হ্যামস্ট্রিংয়ে টান ধরেছে। এমআরআই হবে। ২৪ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না।’ তবে শক্তিশালী রিজার্ভ বেঞ্চের জন্য থাপার চোট মোলিনার প্ল্যানিংয়ে তেমন প্রভাব ফেলবে না। 
অনেকদিন পর আইএসএলের ডার্বি কলকাতার বাইরে। স্বাভাবিকভাবেই হতাশ মোহন বাগান অধিনায়ক শুভাশিস বসু। তাঁর মন্তব্য, ‘এই ম্যাচের সঙ্গে আবেগ জড়িয়ে। তাই কলকাতার মাটিতে খেলার মজাই আলাদা। রাজ্যের বাইরে বড় ম্যাচ অবশ্যই কিছুটা ফিকে।’ সবুজ-মেরুনের লেফট উইং ব্যাকের সঙ্গে একমত লিস্টন কোলাসো। গত মরশুমের শেষ ডার্বিতে গোল পেয়েছিলেন তিনি। এবারও দুরন্ত ছন্দ সঙ্গী তাঁর। চলতি মরশুমে চোখ ধাঁধানো গোল রয়েছে লিস্টনের ঝুলিতে। গুয়াহাটিতে চিরপ্রতিদ্বন্দ্বীর জাল কাঁপাতে মরিয়া লিস্টন। গাড়িতে চাবি ঘুরিয়ে মুচকি হেসে জানালেন, ‘ইস্ট বেঙ্গল-মুম্বই ম্যাচ দেখেছি। চিন্তা নেই, গোল করে দলকে জিতিয়েই কলকাতায় ফিরব।’ অস্কার ব্রুজোঁ-ব্রিগেডের শেষ ম্যাচ দেখেছেন আলবার্তো রডরিগেজও। তবে লাল-হলুদ রক্ষণ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। শুধু বললেন, ‘অমি নিজেদের ডিফেন্স নিয়ে ভাবছি। চেষ্টা করব দুর্গ অটুট রাখার।’
বুধবারের অনুশীলনে দিমিত্রিকে বেশ চনমনে দেখাল। দলের সঙ্গে গা ঘামালেন তিনি। বাঁ পায়ে বেশ কয়েকটি বিষাক্ত ক্রসও বাড়ালেন কামিংস, ম্যাকলারেনের উদ্দেশ্যে। তবে গ্রেগের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। দেখেই মনে হচ্ছে, বড় মঞ্চের জন্য তৈরি তিনি। তবে প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা রাখলেন স্প্যানিশ কোচ।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৮ টাকা৮৬.৭২ টাকা
পাউন্ড১০৫.৩২ টাকা১০৯.০৫ টাকা
ইউরো৮৭.১৯ টাকা৯০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা