বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

রেটিং পয়েন্টে নতুন উচ্চতায় বুমরাহ, প্রশংসায় ভরিয়ে ক্লার্কের মন্তব্য, সর্বকালের সেরা

দুবাই: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন যশপ্রীত বুমরাহ। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল করতে না পারলেও এক নম্বরেই রয়েছেন তিনি। বুধবার প্রকাশিত টেস্ট বোলারদের তালিকায় ভারতীয় পেসারের নামের পাশে রয়েছে ৯০৮ পয়েন্ট। ফলে রেটিং পয়েন্টে নতুন উচ্চতায় পৌঁছলেন বুমবুম। পঞ্চম টেস্ট শুরুর আগে তাঁর পয়েন্ট ছিল ৯০৭। অতীতে কোনও ভারতীয় বোলার এত পয়েন্ট পাননি। সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তিনি নেন দুই উইকেট। সেই সুবাদে আরও এক পয়েন্ট পান তিনি। কিন্তু অজিরা রান তাড়া করার সময় পিঠের চোটের কারণে ড্রেসিং-রুমেই থাকতে বাধ্য হন বুমরাহ। নাহলে নিশ্চিতভাবেই বাড়ত তাঁর উইকেট সংখ্যা, সঙ্গে রেটিং পয়েন্টও।
সদ্যসমাপ্ত সিরিজে ৩২টি উইকেট নেওয়া ভারতীয় পেসারকে নিয়ে অবশ্য ডনের দেশে এখনও মুগ্ধতার আবেশ। প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক যেমন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। সব ফরম্যাট মিলিয়ে সেরা পেসার হিসেবে বুমরাহকেই চিহ্নিত করেছেন তিনি। ক্লার্ক বলেছেন, ‘সিরিজ শেষ হওয়ার পর ওর পারফরম্যান্স নিয়ে ভাবছিলাম। আমার মনে হচ্ছে, তিন ফরম্যাট মিলিয়ে ওই সম্ভবত সর্বকালের সেরা। আমি জানি, বিশ্ব ক্রিকেটের অনেক গ্রেট ফাস্ট বোলারই টি-২০ ঘরানা খেলার সুযোগ পায়নি। যেমন কার্টলি অ্যামব্রোজ, গ্লেন ম্যাকগ্রা। কিন্তু আমি তাদের কথা ধরছি না। যারা তিন ফরম্যাটেই খেলেছে তাদের মধ্যে বুমরাহকেই সেরা হিসেবে বেছে নেব। যেকোনও কন্ডিশনেই ও দুর্দান্ত। এটাই ওকে গ্রেট করে তুলেছে। কন্ডিশন যাই হোক, ফরম্যাট যাই হোক, বুমরাহ তুলনাহীন।’ রবিবার সিডনিতে যদি বুমরাহ বল করতেন, তবে ভারত জিতেও যেতে পারত বলে ধারণা ক্লার্কের। তাঁর মতে, ‘ভারত বড়জোর ২০ রান কম তুলেছিল। তবু বলব, বুমরাহ বল করতে পারলে টিম ইন্ডিয়াই হয়তো জিতত। ও বোলার হিসেবে অত্যন্ত ভয়ঙ্কর। সতীর্থদের চেয়ে অনেক এগিয়ে।’
এদিকে, তরুণ অজি ওপেনার স্যাম কনস্টাস স্বীকার করেছেন, বুমরাহর সঙ্গে ঝামেলায় জড়ানো তাঁর ভুল হয়েছিল। পঞ্চম টেস্টের প্রথম দিনের শেষদিকে অজি ব্যাটসম্যানরা সময় নষ্ট করতে চাইছিলেন। এই সময় বুমরাহর সঙ্গে বাদানুবাদ হয় কনস্টাসের। এর ঠিক পরেই খাওয়াজাকে আউট করেন বুমবুম। তারপর কড়া চাহনি উপহার দেন কনস্টাসকে। এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘আমি সবসময়ই প্রতিদ্বন্দ্বিতা ভালোবাসি। তবে এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছি। ভারত যাতে আর এক ওভারও না বোলিং করতে পারে সেটাই চাইছিলাম। কিন্তু শেষ হাসিটা বুমরাহই হেসেছিল।’
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৮ টাকা৮৬.৭২ টাকা
পাউন্ড১০৫.৩২ টাকা১০৯.০৫ টাকা
ইউরো৮৭.১৯ টাকা৯০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা