বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

অখিলেশ-উদ্ধবের পর দিল্লি ভোটে আপকে সমর্থনের বার্তা তৃণমূলেরও

নয়াদিল্লি: দিল্লির আসন্ন বিধানসভা ভোটে আম আদমি পার্টিকে (আপ) সমর্থন জানাল তৃণমূল কংগ্রেস। বুধবার একথা জানিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ দিদি’। ঘটনাচক্রে, গত লোকসভা নির্বাচনে জোট করে লড়লেও দিল্লির আসন্ন ভোটে কংগ্রেস ও আপ পৃথকভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থায় আপকে ইতিমধ্যেই সমর্থনের কথা ঘোষণা করেছে বিরোধী ‘ইন্ডিয়া’ শিবিরের শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও শিবসেনার উদ্ধব থ্যাকারে গোষ্ঠী। এবার মমতাও কেজরিওয়ালের দলের পাশে দাঁড়ানোয় ‘ইন্ডিয়া’ শিবিরের অন্দরে কংগ্রেস আরও কোণঠাসা হয়ে পড়ল।
সম্প্রতি মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোটে হেরে কংগ্রেস এমনিতেই প্রবল চাপে। হাত শিবিরের রক্তচাপ বাড়িয়ে ইতিমধ্যেই ‘ইন্ডিয়া’র নেতৃত্বে বদলের দাবি উঠেছে। শারদ পাওয়ার ও লালুপ্রসাদ যাদব সহ বিরোধী শিবিরের একঝাঁক প্রবীণ নেতা মমতার হাতে ‘ইন্ডিয়া’র নেতৃত্ব তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেন। এই আবহেই দিল্লির ভোট ঘিরে কংগ্রেস কার্যত শরিকদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ‘ইন্ডিয়া’র একের পর এক শরিক আপকে সমর্থনের কথা ঘোষণা করছে। তৃণমূলও কেজরিওয়ালের দলের পাশে দাঁড়িয়েছে। এদিন এক্স হ্যান্ডলে আপ সুপ্রিমো লিখেছেন, ‘দিল্লির ভোটে আপকে সমর্থনের কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। মমতা দিদির কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। দিদি আপনাকে ধন্যবাদ। ভালো-মন্দ সব সময়ই আপনার সমর্থন ও আশীর্বাদ আমাদের সঙ্গে থেকেছে।’
এরইমধ্যে এদিন আপ ও বিজেপির সংঘাতে আরও উত্তপ্ত হয়ে উঠল দিল্লির রাজনীতি। মুখ্যমন্ত্রী থাকাকালে অরবিন্দ কেজরিওয়ালের বাংলো সংস্কারে বিপুল টাকা ব্যয় নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাংলোটিকে ‘শিশমহল’ বলে উল্লেখ করে খোঁচা দিয়েছেন। এব্যাপারে বিজেপির প্রচার ভোঁতা করতে সংবাদমাধ্যমকে নিয়ে বুধবার ওই বাংলোয় ঢোকার চেষ্টা করেন দুই আপ নেতা সঞ্জয় সিং ও সৌরভ ভরদ্বাজ। কিন্তু অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রকের আওতাধীন দিল্লি পুলিস তাঁদের আটকে দেয়। বাধা পেয়ে পাল্টা প্রধানমন্ত্রী বাসভবনের দিকে এগতে শুরু করেন আপ নেতারা। দিল্লির শাসকদল ‘শিশমহলে’র পাল্টা হিসেবে প্রধানমন্ত্রীর বাসভবনকে ‘রাজমহল’ বলে সুর চড়িয়েছে। তাদের দাবি, মোদির আয়েশের জন্য ২ হাজার ৭০০ কোটি টাকা দিয়ে ওই বাসভবন বানানো হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবন পৌঁছনোর আগেই পুলিস মাঝপথে আটকে দেয় আপের নেতাদের। ধরনায় বসে বিজেপিকে তুলোধোনা করেন আপ নেতারা। এর মধ্যে রাস্তায় নামেন বিজেপি নেতাকর্মীরাও। তাঁরা পৌঁছে যান বর্তমান মুখ্যমন্ত্রী আতিশীর বাসভবনের বাইরে। ছবি: পিটিআই
15h 15m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৮ টাকা৮৬.৭২ টাকা
পাউন্ড১০৫.৩২ টাকা১০৯.০৫ টাকা
ইউরো৮৭.১৯ টাকা৯০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা