বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

২৫ লক্ষের স্বাস্থ্য বিমার প্রতিশ্রুতি কংয়ের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লি দখলে এবার প্রবলভাবে ঝাঁপিয়েছে কংগ্রেস। ভোটারদের মন জয়ে একের পর প্রতিশ্রুতি দেওয়া শুরু হয়েছে। সেই প্রতিশ্রুতি পালনে কংগ্রেস যে সক্ষম, তার ‘গ্যারান্টার’ হিসেবে এক একদিন একের বড় নেতাকে হাজির করা হচ্ছে। সেই মতো দু’দিন আগে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে সামনে রেখে কর্ণাটক মডেলের আদলে ভোটে জিতলে দিল্লির প্রত্যেক মহিলাকে মাসে আড়াই হাজার টাকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। একইভাবে বুধবার হাজির করানো হয় রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে। এদিন তিনি জানান, কংগ্রেস ক্ষমতা এলে দিল্লির বাসিন্দারা বছরে ২৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন। এজন্য ‘জীবন রক্ষা যোজনা’র  প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। 
দীনদয়াল উপাধ্যায় মার্গে প্রদেশ কংগ্রেস অফিসে সাংবাদিক সম্মেলনে গেহলট জানান, সরকারি বা বেসরকারি হাসপাতাল, দিল্লির যেকোনও নাগরিক পাবে এই প্রকল্পের সুবিধা। প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদবকে পাশে নিয়ে গেহলট আরও বলেন, মোদি মার্কেটিংয়ে মাস্টার। কংগ্রেস সেই জায়গায় পিছিয়ে রয়েছে। পয়সা নেই। তবে কংগ্রেস ক্ষমতায় এলে সরকার এই প্রকল্প চালু করবে। গেহলট আরও বলেন, রাজস্থানে ‘চিরঞ্জীবী’ নামে একইরকম প্রকল্প চালু করে দেখিয়ে দিয়েছি যে কংগ্রেস পারে। তাই দিল্লিবাসীর কাছে আবেদন, কংগ্রেসকে জেতান। নিখরচায় স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিন। দিল্লিতে কংগ্রেসের শীলা দীক্ষিতের সরকার রাজধানীর চেহারা বদলে দিয়েছে। কংগ্রেস ফের ক্ষমতায় এলে একইভাবে কাজ করবে। কংগ্রেস আর কেজরিওয়ালের দল মোদি বিরোধী ইন্ডিয়া জোটের শরিক। সদ্য লোকসভা নির্বাচনেই কংগ্রেস-আপ একসঙ্গে জোট বেঁধে লড়েছে। তাহলে বিধানসভার আলাদা লড়াই বিজেপি কি সুবিধা পেয়ে যাবে না? এই প্রশ্নে গেহলট জবাব দেননি। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ওই জোট করা ভুল হয়েছিল। 
15h 15m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৮ টাকা৮৬.৭২ টাকা
পাউন্ড১০৫.৩২ টাকা১০৯.০৫ টাকা
ইউরো৮৭.১৯ টাকা৯০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা