বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

এবার ইপিএফের ন্যূনতম পেনশন বেড়ে ২ হাজার? বাজেটে হতে পারে ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর্মী পিএফের (ইপিএফ) ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই সোচ্চার হয়েছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। এই ব্যাপারে ক্রমাগত কেন্দ্রের মোদি সরকারের উপর চাপ বাড়ানোর কৌশলও নিয়েছেন শ্রমিক নেতারা। অবশেষে কি সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলির চাপের কাছে নতিস্বীকার করতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার? আপাতত এই প্রশ্নকে কেন্দ্র করে তুমুল জল্পনার সৃষ্টি হয়েছে। কারণ শ্রমমন্ত্রকের শীর্ষ সূত্রে জানানো হয়েছে যে, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৫-২৬ আর্থিক বছরের সাধারণ বাজেটে ইপিএফ পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সরকারি সূত্রের খবর, কর্মী পিএফের ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণ এক হাজার থেকে বাড়িয়ে দু’হাজার টাকা করার সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে এবারের সাধারণ বাজেটে। 
যদিও সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি ইপিএফের ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণ বাড়িয়ে যত টাকা করার দাবি জানাচ্ছে, সম্ভাব্য বৃদ্ধি তার তুলনায় ‘প্রতীকী’ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। গত সোমবারই দিল্লিতে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বাজেট প্রস্তুতি সংক্রান্ত বৈঠক করেছেন অর্থমন্ত্রী। ওই বৈঠকে সিটু, এআইটিইউসি সহ শ্রমিক সংগঠনগুলি কর্মী পিএফের ন্যূনতম মাসিক পেনশন এক হাজার থেকে বাড়িয়ে অন্তত ন’হাজার টাকা করার দাবি জানিয়েছিল। বৈঠকের পর সংশ্লিষ্ট শ্রমিক নেতারা জানান, অর্থমন্ত্রী ওই দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। 
এই পরিস্থিতিতে ন্যূনতম পেনশন বাড়িয়ে মাসে দু’হাজার টাকা করার সম্ভাবনা নিয়ে বিন্দুমাত্র উৎসাহ দেখাচ্ছেন না শ্রমিক নেতৃত্ব। তাদের কটাক্ষ, এতে পেনশন গ্রাহকদের সমস্যার কোনও সুরাহা হবে না। এই মুহূর্তে সারা দেশে কর্মী পিএফের পেনশন প্রাপকের সংখ্যা প্রায় ৭০ লক্ষ। ইতিপূর্বে একাধিকবার শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ইপিএফের ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণ বৃদ্ধির সুপারিশ করে রিপোর্ট দিয়েছে। যদিও তাতে কোনওরকম কর্ণপাত করেনি মোদি সরকার। কার্যত ‘প্রতীকী’ হলেও এবার কি তবে এই সংক্রান্ত ছবিটা পরিবর্তিত হতে চলেছে? এই প্রশ্ন উঠছে। প্রসঙ্গত, ১০ বছর আগে ইপিএফের ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণ নির্ধারিত হয়েছিল এক হাজার টাকা। 
14h 14m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৮ টাকা৮৬.৭২ টাকা
পাউন্ড১০৫.৩২ টাকা১০৯.০৫ টাকা
ইউরো৮৭.১৯ টাকা৯০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা