বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শরীর ও স্বাস্থ্য

কম খরচে বন্ধ্যাত্বের চিকিৎসা সম্ভব? 
 

সাধারণের সাধ্যের মধ্যে আদৌ কি আইভিএফ সম্ভব? অনেকের কাছেই খরচটা একটা বড় ফ্যাক্টর। লো কস্ট আইভিএফ কি সোনার পাথরবাটি? আলোচনা করলেন বন্ধ্যাত্বের প্রবীণ চিকিৎসক ডাঃ বাণীকুমার মিত্র।
 
 প্রথমেই যেটা বুঝতে হবে, তা হল— বন্ধ্যাত্বের চিকিৎসায় আইভিএফ কিন্তু একমাত্র এবং চূড়ান্ত চিকিৎসা নয়। সবক্ষেত্রে আইভিএফ সফল হবে, এমনটাও ভাবার কোনও কারণ নেই। অন্যান্য চিকিৎসাও রয়েছে। সেগুলি সংশ্লিষ্ট ব্যক্তির বয়স, দাম্পত্যের বয়স, অন্য কোনও অসুখ রয়েছে কি না ইত্যাদি বিচার করে সেইমতো চিকিৎসক পরামর্শ দেন। তাই আইভিএফের রাস্তায় হাঁটার আগে এনিয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। এখন অনেক জায়গাতেই আইভিএফের বাণিজ্যিকরণ হচ্ছে। সন্তানহীন দম্পতির উপর এই চিকিৎসা চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা কাম্য নয়। সাধারণত, ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ বা স্পার্ম কাউন্ট (শুক্রাণুর সংখ্যা) বরাবর কম থাকলে তবেই আইভিএফের দিকে যাওয়া উচিত।
 এবার আসা যাক আইভিএফের খরচে। আইভিএফ চিকিৎসাকে দু’ভাগে ভাগ করা যেতে পারে। এক, অ্যাফর্ডেবল আইভিএফ। দুই, অ্যাপ্রোপ্রিয়েট আইভিএফ। এবার এই অ্যাফর্ডেবল বা লো কস্ট আইভিএফ করাতে গিয়ে তো আর আমরা সাক্সেস রেট বা সাফল্যের হারের সঙ্গে আপস করতে পারি না। তাই আমরা অ্যাপ্রোপ্রিয়েট আইভিএফ করানোর উপরই বেশি জোর দিই। কারণ, ব্যক্তি বিশেষে এই খরচের কিন্তু তারতম্য ঘটে। এক্ষেত্রেও সেই বয়স, আইভিএফ দরকার কি না, উপার্জন বা আর্থিক সামর্থ্য  ইত্যাদি বিচার করে চিকিৎসক পরামর্শ দেন যে, তাঁর জন্য কোন চিকিৎসা পদ্ধতিটি আদর্শ হবে। কম বয়সে আইভিএফে ওষুধ কম লাগে তাই খরচ কম হয়। বেশি বয়সে খরচও বেশি। আবার কারও শুক্রণুর সংখ্যা কম বা ডিম্বাণু-ডিম্বাশয়ের অবস্থা ভালো নয়, তাঁদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই খরচ বেশি হবে। আবার এটাও ঠিক যে, বিভিন্ন আইভিএফ সেন্টারের খরচও তাদের পরিষেবা বিশেষে ভিন্ন ভিন্ন হয়। এই সমস্ত দিক বিচার করে এগলে, কিছুটা হলেও অর্থ সাশ্রয় করা সম্ভব হবে। 
 এখন জেলা থেকেও প্রচুর মানুষ আইভিএফের দিকে ঝুঁকছেন। আগের তুলনায় এখন কলকাতায় খরচ কিছুটা কমেছে। এর পিছনে মূলত তিনটি কারণ রয়েছে। প্রথমত, আগের তুলনায় ওষুধ ও যন্ত্রপাতির দাম কমায় চিকিৎসার খরচও কমেছে। দ্বিতীয়ত, ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার মান উন্নত হওয়ায় কম ওষুধ ব্যবহার হচ্ছে। তৃতীয়ত, জটিল চিকিৎসা পদ্ধতি ছাড়া শুধুমাত্র কাউন্সেলিং বা দু’-একটা ওষুধ দিয়ে সহজে বাবা-মা হচ্ছেন অনেক দম্পতি। এছাড়াও আগের চেয়ে সংখ্যায় রোগী অনেক বেশি আসায় খরচ কম পড়ছে।
লিখেছেন নীতীশ চক্রবর্তী
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৮ টাকা৮৬.৭২ টাকা
পাউন্ড১০৫.৩২ টাকা১০৯.০৫ টাকা
ইউরো৮৭.১৯ টাকা৯০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা