বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শরীর ও স্বাস্থ্য

দাঁত বাঁচাবেন? উপায় কী কী?

দাঁতের সমস্যায় ভোগেননি এমন মানুষ পাওয়া মুশকিল। আর শীত এলে এই ব্যথা দ্বিগুণ হয়। দাঁতের সমস্যা কোনওভাবেই অবহেলা করা উচিত নয়। এই কারণে কোনও কোনও রোগীকে দাঁত তুলেও ফেলতে হয়। তবে অনেকেই চান না দাঁত তুলতে। কী উপায় দাঁত বাঁচানো সম্ভব? আসুন জেনে নিই। 

দাঁত খারাপ হওয়ার কারণ
১. দাঁত খারাপ হওয়ার অন্যতম কারণ হল ক্যাভিটি। যাকে ‘দাঁতের পোকা’ বলা হয়। আসলে দাঁতের পোকা বলে কিছু হয় না। এই ক্যাভিটিকে চলতি কথায় অনেকে ‘পোকা’ বলেন। সময়ে চিকিৎসা  না হলে ব্যথা শুরু হয়। দাঁত ঠিকমতো পরিষ্কার না করা হলে ক্যাভিটির ছিদ্র বেড়ে যায়। সেখানে আটকে যায় খাবারের টুকরো। সেই খাবার পচে গিয়ে দাঁতের ক্ষতি হয়। 
২. দাঁতের ঠিকমতো যত্ন না নেওয়া হলে মাড়ি দুর্বল হয়ে যায়। ফলে গোড়া আলগা হয়ে দাঁতের ক্ষতি হয়। 
৩. দুর্ঘটনা জনিত কারণেও দাঁত খারাপ হতে পারে। 

তুলে ফেলাই কি সমাধান? 
দাঁত তুলে ফেলার নানা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সাধারণত মানুষ সামনের দিকের দাঁত তুলতে চান না। দেখতে খারাপ লাগার একটা কারণ কাজ করে এক্ষেত্রে। মূলত ভিতরের দিকের দাঁত তোলা হয়। কোনওভাবে উপরের মাড়ির দাঁত তুললেন, সেক্ষেত্রে নীচের মাড়ির দাঁতের গুরুত্ব কমে যায়। কারণ এক মাড়ির দাঁত তুললে বিপরীতের ব্যালান্স নষ্ট হয়। আশপাশে থাকা দাঁতের উপর চাপ পড়ে। আবার ওই অংশে ব্যথা, ফুলে যাওয়া, খাবার আটকে যাওয়া সহ একাধিক সমস্যা দেখা দেয়। রক্তপাতও হয়। 

তাহলে উপায়? 
দাঁতের মধ্যে ক্যাভিটির জন্য যে ছিদ্র তৈরি হয় সেটি ছোট থাকলেই ফিলিংয়ের মাধ্যমে বন্ধ করা যায়। ছিদ্রের মধ্যে খাবার ঢোকা আটকায় ফিলিং। ক্যাভিটিও আর বাড়ে না। দাঁত বাঁচাতে রুট ক্যানেল, ক্রাউন, ব্রিজও করা সম্ভব। নকল দাঁতও লাগানো যায়। তবে প্রতিক্ষেত্রে ডেন্টিস্টের পরামর্শ মাস্ট। 

দাঁতের যত্ন 
দাঁত ভালো রাখতে দিনে অন্তত তিনবার ব্রাশ করা ভীষণ দরকার। ব্যস্ততার জন্য তা অনেকেরই সম্ভব হয় না। তবে দিনে দু’বার ব্রাশ করতেই হবে। সকালে ব্রাশের চেয়েও রাতে খাওয়ার পর ব্রাশ করা বেশি গুরুত্বপূর্ণ। কারণ সারারাত খাবার মুখের মধ্যে জমে নানা জীবাণুর জন্ম দেয়। মনে রাখবেন দিনে ১২ ঘণ্টার ব্যবধানে ব্রাশ করতে পারলে খুব উপকার হয়। কারণ দাঁতে প্লাক জমে পরিণত হতে কমপক্ষে ১২ ঘণ্টা সময় লাগে। তাই এই ব্যবধানে ব্রাশ করলে দাঁতের ক্ষতি অনেকটা আটকানো যায়। দাঁত উপর-নিচ করে মাজা উচিত। এছাড়াও বছরে অন্তত একবার ওরাল ক্লিনিং করা প্রয়োজন। 

খাওয়া-দাওয়া 
দাঁতের যত্ন নিতে হলে মিষ্টি জাতীয় খাবার খাদ্যতালিকা থেকে বাদ রাখা উচিত। যেমন চকোলেট, সন্দেশ এই ধরনের খাবারগুলি বাদ রাখাই শ্রেয়। 
লিখেছেন শান্তনু দত্ত
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা