বিদেশ

হিন্দু নির্যাতনের কথা স্বীকার করল ঢাকা, মারমুখী আইনজীবীদের চাপ, ভণ্ডুল চিন্ময়কৃষ্ণের জামিনের মামলার শুনানি

ঢাকা: বাংলাদেশে মারমুখী আইনজীবীদের বাধায় বুধবার ভেস্তে গেল হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের উদ্যোগ। এদিন চট্টগ্রামের আদালতে তাঁর আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। কিন্তু স্থানীয় ‘প্রভাবশালী’ আইনজীবীদের চাপে বিচারক শেষ মুহূর্তে আবেদনটি শুনানির জন্য গ্রহণে অস্বীকার করেন। ফলে আপাতত জেলেই থাকতে হবে চিন্ময়কৃষ্ণকে। তবে এতদিন ‘গুজব’ বলে উড়িয়ে দিলেও অবশেষে বাংলাদেশের মাটিতে হিন্দু নির্যাতনের অভিযোগ স্বীকার করে নিয়েছে মহম্মদ ইউনুস সরকার। মঙ্গলবার ঢাকা জানিয়েছে, হাসিনা সরকারের পতনের পর থেকে এমন ৮৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে। যদিও তা মানতে নারাজ পর্যবেক্ষক মহল। তাদের দাবি, বাস্তব চিত্র আরও ভয়াবহ। প্রতিবাদী হিন্দুদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। চিন্ময়কৃষ্ণকে গ্রেপ্তারের ঘটনা এর উদাহরণ বলে ব্যখ্যা করেছেন তাঁরা।
চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আগাম শুনানির আর্জি জানিয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। আদতে ঢাকার বাসিন্দা রবীন্দ্রবাবু  সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী এবং বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি। আগাম জামিনের আবেদনে বলা হয়েছিল, মিথ্যা ও মনগড়া মামলায় চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা কারণে গত ৩ ডিসেম্বর চিন্ময়কৃষ্ণের জামিনের শুনানিতে তাঁর আইনজীবী শুভাশিস শর্মা অংশ নিতে পারেননি বলেও দাবি করা হয়। পরে স্থানীয় সংবাদমাধ্যমকে রবীন্দ্রবাবু বলেন, ‘এখানকার আইনজীবীরা কেউ সওয়াল করতে পারছেন না। জজ সাহেব আমার আবেদন মঞ্জুর  করতে চেয়েছিলেন। কিন্তু ১০০ জনের মতো আইনজীবী চেঁচামেচি শুরু করে দেন।’
এদিকে, সরকারি আইনজীবীর বক্তব্য, কোনও ওকালতনামা ছিল না  রবীন্দ্রবাবুর কাছে। যে কারণে আবেদন নাকচ করে দেয় আদালত। সরকারপক্ষের এই বক্তব্য মানতে নারাজ চিন্ময়কৃষ্ণের আইজীবী। তাঁর সাফ কথা, ‘আমি একজন সিনিয়র আইনজীবী। নিজে স্বাক্ষর করে শুনানি করার আবেদন করেছি। কিন্তু এখানকার পরিস্থিতি এমন, তা বুঝতে পারিনি। এটা খুব দুঃখজনক পরিস্থিতি। পুলিশ ছিল বলে রক্ষা পেয়েছি।’ গত ২৫ নভেম্বর গ্রেপ্তার করা হয় চিন্ময়কৃষ্ণকে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। আগামী ২ জানুয়ারি চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদনের শুনানি হবে বলে আগেই জানিয়েছে আদালত।
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা