কলকাতা

একধাক্কায় অনেকটাই নামল পারদ! কনকনে ঠান্ডায় কাঁপছে শহরবাসী, আজ, মরশুমের শীতলতম দিন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমি ঝঞ্ঝা কাটতেই রাজ্যে হু হু করে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। সেই কারণেই শহরে একধাক্কায় পারদ নামল অনেকটাই। জাঁকিয়ে পড়ল শীত। আজ, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম। চলতি মরশুমে এই প্রথম শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির নীচে নামল। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, মরশুমের শীতলতম দিন। এদিন সকালে শহরে হাল্কা কুয়াশা দেখা যায়। তবে বেলা বাড়তেই কুয়াশা কেটে গিয়ে রোদের দেখা মিলেছে। তার সঙ্গে হু হু করে বইছে উত্তুরে হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই দফায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির মধ্যে আসতে পারে। গতকাল, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (১৬.২ ডিগ্রি) স্বাভাবিকের চেয়ে সামান্য কম ছিল। দক্ষিণবঙ্গে আপাতত আগামী ৪-৫ দিন কনকনে ঠান্ডা বজায় থাকবে। বহু জেলায় গতকালই সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ছিল। এদিন থেকে সেই জেলাগুলিতে আরও কমতে শুরু করেছে তাপমাত্রা। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.৬ ডিগ্রি কম। আজ, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কুয়াশার দাপট বেশি ছিল। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর ও মালদায় এদিন সকালে কুয়াশার দাপট ছিল ব্যাপক।
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা