দেশ

উদ্ধারকারীদের চেষ্টা ব্যর্থ! বাঁচানো গেল না কুয়োয় পড়ে যাওয়া আরিয়ানকে

জয়পুর, ১২ ডিসেম্বর: খোলা কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল পাঁচ বছরের ছোট্ট শিশু আরিয়ান মিনা। গত, সোমবার থেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল সে। তবে শেষ রক্ষা হল না। প্রায় ৫৭ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালিয়ে ওই শিশুটিকে গতকাল, বুধবার গভীর রাতে উদ্ধার করা হয়। কিন্তু তার জ্ঞান না থাকায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শোকের ছায়া নেমে এসেছে রাজস্থানের দৌসার কালিখাদ গ্রামে। গত সোমবার বিকেলে মায়ের সঙ্গে মাঠে গিয়েছিল ওই গ্রামের বালক আরিয়ান মিনা। খেলতে খেলতে হঠাৎই সে খোলা কুয়োয় পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। একঘণ্টার মধ্যে উদ্ধারকাজ শুরু হয়। প্রশাসন সূত্রে জানানো হয়, ওই কুয়োটির গভীরতা প্রায় ১৫০ ফুট।  আরিয়ান মাটির ১৫০ ফুট নীচেই রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে পাইপে করে তার কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া হয়। পাশপাশি ক্যামেরার মাধ্যমে তার উপর নজরও রাখে প্রশাসন। আরিয়ানকে উদ্ধারে হাত লাগিয়েছিল এসডিআরএফ ও এনডিআরএফ। উদ্ধারকাজে ব্যবহার করা হয়েছিল একাধিক জেসিবি, ড্রিলিং মেশিনও। যদিও উদ্ধারকাজের সময়ে প্রথম থেকেই দেখা দেয় নানান জটিলতা। যান্ত্রিক ত্রুটি দেখা যায় মাটি কাটায় ব্যবহৃত জেসিবিতে। ফলে গত সোমবারেই বেশ কিছুক্ষণ বন্ধ থাকে উদ্ধারকাজ। যান্ত্রিক গোলযোগ কাটিয়ে ফের উদ্ধারকাজ শুরু হয়। ওই শিশুটির কাছে দ্রুত পৌঁছনোর জন্য ১৫০ ফুটের কুয়োর পাশেই আরও একটি কুয়ো খনন করা হচ্ছিল। যদিও তাতে কোনও ফল হয়নি। উদ্ধারকারীদের দাবি, কুয়োটি এতটাই গভীর ছিল যে নীচে ভূগর্ভস্থ বাষ্প ভরে গিয়েছিল। ক্যামেরাতে বোঝাই যাচ্ছিল না শিশুটি কেমন অবস্থায় রয়েছে। তবে উদ্ধারকারীরা দীর্ঘ লড়াই চালিয়ে প্রায় ৫৭ ঘণ্টা বাদে আরিয়ানকে উদ্ধার করে। কিন্তু তখন তার জ্ঞান ছিল না। তাই গ্রিন করিডরে করে দ্রুত হাসপাতালে নিয়ে যায় প্রশাসনের আধিকারিকরা। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা