দেশ

নেশার কবলে ১.১৮ কোটি কিশোর, সংসদে জানাল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০ লক্ষ কিশোর গাঁজা সেবন করছে। ৪০ লক্ষের প্রবল আসক্তি আফিমে। সেডাটিভের মতো বিভিন্ন মাদকে বুঁদ হয়ে রয়েছে ২০ লক্ষ। এই তথ্য দেশের মাদকাসক্ত কিশোর-কিশোরীদের। যাদের বয়স ১০ থেকে ১৭ বছরের মধ্যে। আর সামগ্রিকভাবে প্রায় ১ কোটি ১৮ লক্ষ কিশোর ইতিমধ্যেই মাদক সেবনে রীতিমতো অভ্যস্ত হয়ে পড়েছে। সম্প্রতি সংসদে এমনই তথ্য পেশ করেছে সামাজিক ন্যায়বিচার মন্ত্রক। যদিও এই তথ্য ছ’বছর আগের একটি সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে। অর্থাৎ, ছয় বছর আগের সেই সমীক্ষা রিপোর্টই সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের কাছে ‘সাম্প্রতিকতম’! তাহলে কি আর এই ইস্যুতে কোনও সমীক্ষা হয়নি? উঠছে প্রশ্ন।
সামা এইমসের ন্যাশনাল ড্রাগ ডিপেনডেন্স ট্রিটমেন্ট সেন্টারের মাধ্যমে ২০১৮ সালে একটি সমীক্ষা করেছিল সংশ্লিষ্ট মন্ত্রক। তাতেই এই তথ্য উঠে এসেছে। কেন্দ্র সংসদে জানিয়েছে যে, ইতিমধ্যেই নেশামুক্তির উদ্দেশ্যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই আওতায় দেশে এই মুহূর্তে ৬৭৭টি নেশামুক্তি কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ১৬টি নেশামুক্তি কেন্দ্র। ২০২৩-২৪ আর্থিক বছরে দেশের নেশামুক্তি কেন্দ্রগুলির জন্য ১৩২ কোটি ৬৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
8h 8m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা