রাজ্য

সম্পর্কের যোগসূত্র মমতা, কোলাঘাটের পাত্রীর সঙ্গে বিবাহবন্ধনে কুঁদঘাটের পাত্র

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তাঁদের সম্পর্কের যোগসূত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থেকে দু’জনের পরিচয় এবং যোগাযোগ। তারপর হৃদয়ের বন্ধনে পরিণয় সূত্রে বাঁধা পড়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সোশ্যাল মিডিয়ায় গলা ফাটাতেন দু’জন। সে থেকে পরিচয়, সম্পর্ক তৈরি। এবার বিবাহবন্ধনেও আবদ্ধ হলেন। পাত্রের নাম নক্ষত্র মুখোপাধ্যায়। পাত্রী রিমিতা মিত্র। ১০ ডিসেম্বর, মঙ্গলবার গাঁটছড়া বেঁধে এখন তাঁরা স্বামী-স্ত্রী। 
টালিগঞ্জের কুঁদঘাটের বাসিন্দা নক্ষত্র মুখোপাধ্যায় বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। রিমিতা মিত্র কোলাঘাটের বাসিন্দা। পেশায় গৃহশিক্ষক। সামাজিক মাধ্যমে ‘দিদি’ মমতার হয়ে ‘ব্যাট’ করেন তাঁরা। সেখান থেকে একে-অপরকে চেনা শুরু। ২০২০ সালে পরিচয়। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রচারমূলক ‘পোস্ট’ করেন নক্ষত্র এবং রিমিতা। তৃণমূলের হয়ে লড়াই করতে সামাজিক মাধ্যমে ‘যুদ্ধ’ সামলান এই দুই তরুণ-তরুণী। সেই সূত্র ধরে সবুজ শিবিরের সোশ্যাল মিডিয়া টিমের অন্যতম সদস্য হয়ে ওঠেন দু’জনে। তারপর বন্ধুত্ব। দেখাসাক্ষাৎ শুরু। বছর চারেকের পরিচয় অবশেষে শুভ পরিণয়ের রূপ নিল। সম্পর্কের পর সোশ্যাল মিডিয়ায় তাঁরা ‘বোম্বাগড়ের রাজারানি’ নামে পরিচিত। মমতার প্রতি ভালবাসাই তাঁদের কাছে এনেছে বলে জানালেন। মিল আরও আছে। দু’জনেই খেতে ভালোবাসেন। পছন্দের খাবারও কমবেশি এক। নক্ষত্রের কথায়, ‘কেউ কাউকে চিনতাম না। সোশ্যাল মিডিয়ায় মমতাদির হয়ে প্রচার করি। নানারকম পজিটিভ খবর পোস্ট করি। সেখান থেকেই রিমিতাকে চিনতে পারি। কারণ ও আমার মতই দিদির হয়েছে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত লিখত। সেই থেকে বন্ধুত্ব। অবশেষে বিয়ে।’ কীভাবে এগল সম্পর্ক? ‘আমার থেকে বয়সে নক্ষত্র প্রায় ছ’বছরের বড়। প্রথমদিকে তো আমি দাদা বলে ডাকতাম’-বলে হেসে ফেললেন রিমিতা। তারপর বললেন, ‘দলের নানা প্রচারে দেখা হতে লাগল। আস্তে আস্তে পরিচয় বাড়ল। দিদির প্রতি ভালোবাসাই বিয়ের পিঁড়িতে বসাল আমাদের।’ 
কোথায় কী উন্নয়নের কাজ হয়েছে তার তথ্যভিত্তিক পোস্ট থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আবেগমূলক লেখা, তৃণমূলের লড়াইয়ের ইতিহাস, সবটাই তাঁদের প্রচারের বিষয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হোক কিংবা আরজি করের সাম্প্রতিক ঘটনা, দলের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার সামলেছেন রিমিতা এবং নক্ষত্র। তাঁদের শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়ার ‘স্টার সৈনিক’ দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, ‘শুধু অগ্নিসাক্ষী নয়, আদর্শকে সাক্ষী রেখে বিয়ে করল ওঁরা। দিদির হয়ে প্রচার করতে করতেই ওঁদের এক হওয়া। এভাবেই দলের হয়ে লড়তে লড়তে তাঁরা আগামী দিনে এগিয়ে চলুন। অনেক শুভকামনা।’ 
7h 7m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা