বিদেশ

সীমান্তের দেড় কিমি দূরে শেষ,‘সাধের লাউ’ গানেই থামল বিএনপির লংমার্চ

সুতপা গুহ, আগরতলা-আখাউড়া সীমান্ত: বুধবার দুপুর ১টা। সীমান্তের ওপার থেকে লাউডস্পিকারে ভেসে আসছে গান। মাঝে মাঝে ভারত-বিরোধী স্লোগান। এপারে আঁটসাঁট নিরাপত্তা। আকাশে উড়ছে বিএসএফের ড্রোন। প্রতিমুহূর্তে কড়া নজরদারি ভারত-বাংলাদেশ সীমান্তের আগরতলা-আখাউড়া জিরো পয়েন্টে। সীমান্তে মোতায়েন সেনাও। আগরতলা চেকপোস্টের বাইরে বর্ডার গোলচক্কর এলাকায় কাতারে কাতারে কৌতুহলী মানুষের ভিড়। অনেকেরই জিজ্ঞাসা, ‘লং মার্চ করে আদৌ কি আগরতলায় আসবে বাংলাদেশিরা?’ কারও কারও আবার সরস মন্তব্য, ‘আমরা ভারতীয়রা মিষ্টির হাঁড়ি নিয়ে এপারে দাঁড়িয়ে রয়েছি। আমাদের দেশের মিষ্টি খুবই সুস্বাদু। বাংলাদেশিরা এলে মিষ্টিমুখ করিয়ে বিদেয় করবো!’ শেখ হাসিনার জামানা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছে। বাংলাদেশে ভারত-বিদ্বেষ ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় এদেশে ক্ষোভ ছড়িয়েছে। এরইমধ্যে ঢাকা থেকে ত্রিপুরার রাজধানী আগরতলার দিকে লংমার্চের ডাক দেয় খালেদা জিয়ার দল বিএনপির তিনটি শাখা সংগঠন। ব্রাহ্মণবেড়িয়ার আখাউড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের আগরতলা অভিমুখে বুধবার এই লংমার্চ হয়। অনেক হাঁকডাক করা হলেও শেষপর্যন্ত তা  হাস্যকর রূপ নেয়। 
বুধবার বেলা ৩ টা ৪০ মিনিট পর্যন্ত ‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী’, ‘মধু কই কই বিষ খাওয়াইলা’, ‘ও পিয়া ও পিয়া তুমি কোথায়’ এমন সব একের পর গান ভেসে এলো এপারে। এইভাবে ‘প্রতিবাদের সুর চড়িয়ে’ লংমার্চ করে গোটা বিশ্ব দরবারে হাসির খোরাক হয়ে গেল বাংলাদেশ! একসময় সকাল থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরাও হেসে উঠলেন এমন ‘প্রতিবাদী’ গান শুনে। আগরতলা চেকপোষ্টে কর্মরত এক কর্মী মুচকি হেসে বললেন, এই গানগুলো শীতের অলস দুপুরে যেন এক পিকনিকের আমেজ দিয়ে গেল! 
বিকেল ৪.০৫ মিনিট নাগাদ ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে গাজিরবাজার এলাকায় লংমার্চ শেষ হয়। সেখানের সমাবেশস্থল থেকে ভারতের আগরতলা অনেকটাই দূরে! নিজেদের সীমান্ত থেকেই বহু দূরে দাঁড়িয়ে ভাষণ দিলেন বিএনপির নেতারা। সন্ধ্যা নামার আগেই সমাবেশে ইতি টানা হল। দিনশেষে হাসির খোরাক হয়ে নিজ ঘরে ফিরলেন লংমার্চে শামিল ওপারের ‘প্রতিবাদীরা’।
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা