বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

সিরিয়ার দখল নিল বিদ্রোহীরা, ক্ষমতাচ্যুত আসাদ রাশিয়ায়

দামাস্কাস: ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল সিরিয়াবাসী। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় পর আসাদ শাসনে যবনিকা পড়ল। পরিবার নিয়ে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে গেলেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানী দামাস্কাসের দখল নিলেন সশস্ত্র বিদ্রোহীরা। সগর্বে তাঁদের ঘোষণা, ‘অন্ধকার যুগের অবসান। আজ থেকে নতুন যুগের সূচনা। আমরা দামাস্কাসকে আসাদ শাসন থেকে মুক্ত ঘোষণা করছি।’ সেইসঙ্গে শান্তিপূর্ণভাবে বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বলে জানিয়েছেন সিরিয়ার প্রধানমন্ত্রী মহম্মদ গাজি আল জালালি। এদিন সরকারের পতনের সঙ্গে সঙ্গে রাজধানীর রাস্তায় উৎসব শুরু হয়ে যায়। আসাদ-বিরোধী স্লোগান দিতে থাকেন নাগরিকরা। এর মধ্যেই ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদ দেশ ছেড়েছেন নাকি সিরিয়ার অন্য কোথাও রয়েছেন, তা নিয়ে শুরু হয় জোর জল্পনা। পরে একাধিক সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের নিয়ে মস্কোয় পৌঁছেছেন আসাদ। ‘মানবিক কারণে’ রাশিয়া তাঁদের আশ্রয় দিয়েছে।
কয়েকদিন ধরে আসাদ সেনার সঙ্গে রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়ে যাচ্ছে হায়াত তাহরির আল-শাম  (এইচটিএস) এবং তাদের সহযোগী গোষ্ঠী জয়েশ আল ইজ্জা। হম‌্স, আলেপ্পোর মতো শহর দখলের পর রাজধানীর দিকে এগতে থাকে বিদ্রোহীরা। শনিবার রাতেই দামাস্কাসের কাছাকাছি চলে এসেছিল বিদ্রোহীরা। রবিবার সকালে সহজেই শহরের দখল নিয়েছেন তাঁরা। রক্তপাতহীনভাবে। সূত্রের খবর, বিদ্রোহী সশস্ত্র বাহিনীকে আটকাতে কোনও পদক্ষেপই নেয়নি আসাদের বাহিনী। প্রেসিডেন্ট পালিয়ে যেতেই সিরিয়ার সেনাবাহিনীও জানিয়ে দেয়, বাশার আল আসাদ যুগের অবসান হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমও জানিয়েছে, কার্যত বিনা বাধায় রাজধানীর দখল নিয়েছেন বিদ্রোহীরা। পাশাপাশি আতঙ্কও ছড়িয়েছে আসাদপন্থীদের মধ্যে। এদিন সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে গুলির শব্দ পাওয়া গিয়েছে। অনেকেই বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। তবে উল্টো ছবিও ধরা পড়েছে শহরের রাস্তায়। আসাদের বিরেুদ্ধে স্লোগানে দিতে থাকেন হাজার হাজার মানুষ। শূন্যে গুলি ছুড়ে আসাদের পতন উদযাপন করতে থাকেন তাঁরা। সেইসঙ্গে শুরু হয়েছে ভাঙচুর, লুটতরাজ। আসাদের বাবা হাফিজ আল আসাদের মূর্তি ভেঙে দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সিরিয়ার পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আন্তর্জাতিক মহলে। আসাদপন্থী বলে খ্যাত ইরানও দূতাবাস থেকে কর্মীদের অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে। 
আসাদ সরকারের পতনকে স্বাগত জানালেও জঙ্গিদের কার্যকলাপ নিয়ে সতর্ক করেছে ফ্রান্স। তুরস্কও আসাদের পতনকে স্বাগত জানিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছে। রাশিয়া শুধু জানায়, প্রেসিডেন্ট আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। পরে অবশ্য রাশিয়ার সরকারি সংবাদ সংস্থার তরফে আসাদের মস্কো পৌঁছনোর কথা বলা হয়। এদিন দেশ ছেড়ে পালানোর সময় মাঝ আকাশে আসাদের বিমান নিরুদ্দেশ হয়ে যায় বলে প্রথমে গুঞ্জন ছড়ায়। কেউ কেউ দাবি করেন, নিরাপত্তার কারণে বিমানের গতিবিধি রেডার থেকে মুছে ফেলা হয়ে থাকতে পারে। যদিও শেষ পর্যন্ত ‘বন্ধু’ রাশিয়ার নিরাপদ আশ্রয়ই বেছে নেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা