বিদেশ

ভারতীয় হাই কমিশন অভিযান বিএনপির, আটকে দিল পুলিস

ঢাকা: ত্রিপুরার আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে হামলা হয়েছে, এই অভিযোগে রবিবার ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিযানের ডাক দিয়েছিল বিএনপি। কিন্তু তার অনেক আগেই সেই মিছিল আটকে দিল পুলিস। পরে বিএনপির এক প্রতিনিধিদল হাই কমিশনে গিয়ে স্মারকলিপি জমা দেয়। তবে ভারত আগেই জানিয়েছিল, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে যা হয়েছে, তা ‘অত্যন্ত দুঃখজনক।’ এদিকে, রাষ্ট্রদ্রোহের মামলায় জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে এবার নতুন অভিযোগ আনলেন এক ব্যক্তি। চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রাণনাশের চেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করার জন্য চট্টগ্রাম আদালতের দ্বারস্থ হয়েছিলেন আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তি। রবিবার বিচারক সেই মামলা গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। ওই ব্যক্তির অভিযোগ, ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে তাঁকে মারধর করেন চিন্ময়কৃষ্ণের অনুগামীরা। ওই দিন চিন্ময়কৃষ্ণের জামিনের শুনানি নিয়ে রণক্ষেত্র হয়ে ওঠে চট্টগ্রাম আদালত চত্বর। যদিও বিষয়টিকে চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেছে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। 
চিন্ময়কৃষ্ণকে গ্রেপ্তারের পর ভারতেও ক্ষোভ ছড়ায়। আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে বিক্ষোভ চলাকালীন ভাঙচুরের অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদ জানিয়েইে রবিবার ভারতীয় হাই কমিশন অভিযানের ডাক দিয়েছিল খালেদা জিয়ার দল। বিএনপির ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক শাখা মিলিতভাবে ঢাকার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বারিধারায় অবস্থিত ভারতীয় দূতাবাসের দিকে মিছিল শুরু করে। ভাষণ দেন বিএনপির যুগ্মসচিব রুহুল কবীর রিজভি। সেখানে ভারতীয় পণ্য বয়কট ও শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর দাবি তোলা হয়। এদিনের কর্মসূচি উপলক্ষ্যে বিশাল বাহিনী মোতায়েন করা হয়। বারিধারার অনেক আগেই  রামপুরা এলাকায় মিছিল আটকে দেওয়া হয়। এরপর ছয়জনের প্রতিনিধিদল হাই কমিশনে গিয়ে স্মারকলিপি জমা দেয়। অন্যদিকে, এদিনই ব্রিটেনের হাই কমিশনার সারা কুকের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেছেন বিএনপি ও জামাত-ই-ইসলামির নেতারা।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা